নয়াদিল্লি: তিন তালাক নিয়ে নতুন আইনের প্রয়োজন নেই, গার্হস্থ্য হিংসা মোকাবিলায় চলতি আইন সহ বর্তমানে যেসব আইন রয়েছে, তা দিয়েই এর মোকাবিলা করা সম্ভব। এমনই অভিমত সরকারের।
সুপ্রিম কোর্ট আজই তিন তালাক অসাংবিধানিক, বেআইনি বলে রায় দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জে এস খেহর সহ দুই বিচারপতি নতুন আইন আনার কথা বলেছেন।
সেইমতো সরকার তিন তালাকের বিরুদ্ধে নতুন আইন চালু করতে চলেছে কিনা, জানতে চাওয়া হলে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের বক্তব্য, সরকার বিষয়টি কাঠামোগত পথে খতিয়ে দেখবে। প্রাথমিক ভাবে আজকের রায় পড়লে দেখা যাচ্ছে, ৫ বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ অংশ তিন তালাককে অসাংবিধানিক, অবৈধ বলেছে।
তাহলে সরকার কীভাবে তিন তালাক খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের এদিনের রায় বাস্তবায়িত করবে, কেন সেজন্য নতুন আইন চালুর দরকার নেই, প্রশ্ন করা হলে জনৈক শীর্ষ সরকারি কর্তা ব্যাখ্যা দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও স্বামী একবারে তিন তালাক দিলেও তা বৈধ হবে না। বিবাহ, দাম্পত্যের প্রতি তাঁর দায়বদ্ধতা বহাল থাকবে। স্ত্রীও এমন স্বামীকে থানায় নিয়ে যেতে পারবেন, হেনস্থা বা দাম্পত্য হিংসার অভিযোগ দাখিল করতে পারবেন। অর্থাত্ বর্তমানে চালু আইনই পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট বলে ইঙ্গিত দেন তিনি।
কেন্দ্রের তরফে সব রাজ্যকেই নির্দেশ পাঠিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ করতে বলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, সর্বোচ্চ আদালতের রায় অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে, এটা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব রাজ্য সরকারকে নির্দেশ পাঠাচ্ছেন তাঁরা।
তিন তালাক: নতুন আইন নয়, ইঙ্গিত সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2017 09:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -