আগ্রা ও নয়াদিল্লি: বিরোধীরা যতই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতরে ঢুকে সেনাবাহিনীর গত ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশের দাবিতে সরব হোন না কেন, সরকারের তেমন কোনও পরিকল্পনাই নেই বলে জানিয়ে দিলেন মনোহর পর্রীকর। আজ এখানে বিজেপির এক অনুষ্ঠানে তিনি কারও নাম না করেই বলেন, ভারতেই এমন বেশ কিছু ‘মহল’ আছে যাদের দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।  স্বয়ং প্রতিরক্ষামন্ত্রীর কথায়, অনেকেরই দেশের প্রতি আনুগত্য নেই, সেনাবাহিনীর নিন্দা করে। তবে তাদের কোনও প্রমাণ দেব না আমরা। পাকিস্তানের পুলিশ অফিসার পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করেন পর্রীকর।


সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমাদের সেনারা উরির বদলা নিয়েছে। আমরা ১০০ শতাংশ নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছি। আমাদের এমন অভিযান চালানোর সাহস, দৃঢ়তা আছে।

মোদী জমানায় দেশের সীমান্ত সুরক্ষিত বলেও দাবি করেন তিনি।