নয়াদিল্লি: গত ২৮ অগাস্ট ডোকলাম থেকে দু’দেশ সেনা সরিয়ে নেওয়ার পর আর সেখানে নতুন কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিল বিদেশমন্ত্রক। আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘ডোকলামে স্থিতাবস্থা বজায় আছে। ওই অঞ্চলের বিষয়ে অন্য কোনও খবর যদি প্রচারিত হয়ে থাকে, তাহলে সেটা ভুল ও দুষ্ট উদ্দেশ্যপ্রণোদিত।’
গত ১৬ জুন থেকে ডোকলামে ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘাত শুরু হয়। ২৮ অগাস্ট বিদেশমন্ত্রক জানায়, দু’দেশই ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিতর্কিত অঞ্চলে রাস্তা তৈরির কাজও বন্ধ করে দিয়েছে। এ মাসের শুরুতে সংসদীয় কমিটিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিজেদের অবস্থানে অনড় থাকবে ভারত। ভবিষ্যতে সীমান্তে ডোকলামের মতো পরিস্থিতি এড়াতে চিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সরকার।
ডোকলামের সংঘাত মিটে গেলেও, চিন কড়া বার্তা দিয়ে চলেছে। কমিউনিস্ট পার্টির ১৯-তম জাতীয় কংগ্রেসে বলা হয়েছে, নিজেদের অধিকার ছাড়বে না চিন। প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ জেতার জন্য সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে তোলা হবে। এ বিষয়েই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল। রবীশ জানিয়েছেন, ডোকলাম নিয়ে আর নতুন কোনও খবর নেই।
সেনা প্রত্যাহারের পর ডোকলামে আর নতুন কোনও ঘটনা ঘটেনি, জানাল বিদেশমন্ত্রক
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2017 05:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -