নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণের কোনও পরিকল্পনাই নেই। এমনই মন্তব্য রেলমন্ত্রী পিযূষ গয়েলের। এক সাংবাদিক বৈঠকে গত চার বছরে তাঁর মন্ত্রকের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে গোয়েল বলেছেন, এ ধরনের কোনও প্রস্তাব নেই এবং ভবিষ্যতেও তা হবে না।
প্রযুক্তিগত উন্নয়ণ এবং আধুনিকীকরণের ক্ষেত্রে রেল মন্ত্রক বিদেশি লগ্নি চাইছে। আর এতেই রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়া হতে পারে বলে কোনও কোনও মহল, বিশেষ করে রেলের কর্মী ইউনিয়নগুলি আশঙ্কা প্রকাশ করেছে। ইউনিয়নগুলি এ বিষয়ে মন্ত্রকের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেছে।
এরই পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী এদিন সাফ জানালেন, রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনও পরিকল্পনাই এখন নেই, ভবিষ্যতেও হবে না।
চার বছরে মন্ত্রকের কৃতিত্বের খতিয়ান দিতে গিয়ে রেলমন্ত্রী বলেছেন, নতুন রেল লাইন পাতার কাজে গড়ি বেড়েছে। ২০০৯-১৪ পর্যন্ত দৈনিক ৪.১ কিমি নয়া লাইন পাতার কাজ হত। ২০১৪-১৮ তে তার গতি বেড়ে হয়েছে দৈনিক ৬.৫৩ কিমি।
সরকারের বুলেট ট্রেন প্রকল্প নিয়ে যেসব উদ্বেগ রয়েছে তা দ্রুত দূর করা হবে বলে জানিয়েছেন গয়াল। তিনি বলেছেন, এই প্রকল্পের কাজ চলছে। এ দেশে নতুন কোনও উন্নয়ণমূলক প্রকল্প বা ধারণা সম্পর্কে কিছু ইস্যু তৈরি হয়। সেই ইস্যুগুলির নিষ্পত্তি করে প্রকল্প নিয়ে এগোতে হবে।