নয়াদিল্লি: দুটি ট্রেনকে প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে, এহেন খবরের প্রেক্ষাপটে লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানালেন, রেলের বেসরকারিকরণের কোনও চিন্তাভাবনা নেই সরকারের। তিনি বলেন, কোনও নির্দিষ্ট যাত্রিবাহী ট্রেনকে বেসরকারি সংস্থাকে দিয়ে চালানোর জন্য এখনও পর্যন্ত বাছাই করা হয়নি। যদিও এ ব্যাপারে সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, রেলমন্ত্রক নয়াদিল্লি-লখনউ তাজ এক্সপ্রেসকে চিহ্নিত করেছে। অতিরিক্ত প্রশ্নের উত্তরে রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি বলেন, এই ইস্যুতে আরও গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা চলছে, আগামী দিনে ট্রায়ালও হবে।
গয়ালকে প্রশ্ন করা হয়, ২০১৮-র সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পেশ করা একটি রিপোর্টে ব্যাপক হারে বেসরকারিকরণ মানবাধিকার রক্ষার সামনে বিপদ হতে পারে বলে যে সাবধানবাণী দেওয়া হয়েছে, তিনি সেটা জানেন কিনা। গয়াল বলেন, ভারতীয় রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই।
আরেকটি পৃথক জবাবে গয়াল বলেন, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশে ১৮৯টি নতুন রেললাইন প্রকল্প নেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেল নেটওয়ার্কের অধীনে না আসা এলাকাকে যুক্ত করবে। প্রকল্পগুলির আওতায় পড়ছে ২১,৪৪৩ কিমি এলাকা। সেগুলি পরিকল্পনা, সম্মতি ও রূপায়ণের নানা স্তরে আছে। তিনি বলেন, ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার চাপ মোকাবিলা ও আজ পর্যন্ত রেল নেটওয়ার্কের আওতায় না থাকা এলাকাকে যুক্ত করা প্রয়োজন-ভিত্তিক চলতি প্রক্রিয়া, যা বাণিজ্যিক যুক্তি, অপারেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা, টেকনিক্যাল বাস্তবতা ও প্রয়োজনীয় সম্পদ পাওয়ার ওপর নির্ভরশীল।
রেলের বেসরকারিকরণের কোনও চিন্তাভাবনা নেই, সংসদে বললেন গয়াল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2019 04:58 PM (IST)
আরেকটি পৃথক জবাবে গয়াল বলেন, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশে ১৮৯টি নতুন রেললাইন প্রকল্প নেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেল নেটওয়ার্কের অধীনে না আসা এলাকাকে যুক্ত করবে। প্রকল্পগুলির আওতায় পড়ছে ২১,৪৪৩ কিমি এলাকা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -