নয়াদিল্লি: প্রণয় রায়ের বাসভবনে তল্লাশি করা হলেও, এনডিটিভি দফতরে সিবিআই তল্লাশি চালায়নি। এমনই দাবি করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর আরও দাবি, কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে না। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করাও সরকারের উদ্দেশ্য নয়।
সোমবার এনডিটিভি প্রতিষ্ঠাতা প্রণয় রায়ের নয়াদিল্লির বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া নিউজপেপার এডিটর্স কনফারেন্স এবং বিভিন্ন রাজনৈতিক দল এই তল্লাশির নিন্দা করেছে। তবে বেঙ্কাইয়া বলেছেন, ‘এনডিটিভি দফতরে কোনওরকম তল্লাশি চালানো হয়নি। এই চ্যানেলের নিউজরুম, স্টুডিও বা দফতরের অন্য কোথাও যাননি সিবিআই আধিকারিকরা। এই চ্যানেল কর্তৃপক্ষকে তদন্তের মুখোমুখি হতে হবে এবং মানুষকে জবাব দিতে হবে।’
সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব না করার দাবি করলেও, বেঙ্কাইয়া একইসঙ্গে বলেছেন, সংবাদমাধ্যম নিজেদের আইনের উর্ধ্বে বলে মনে করতে পারে না। বর্তমানে বেশিরভাগ সংবাদমাধ্যমই কর্পোরেটের নিয়ন্ত্রণে। যে সংস্থাগুলি সংবাদমাধ্যমের কার্যকলাপ নির্ধারণ করছে, সংবাদমাধ্যম তাদের প্রাথমিক ব্যবসা নয়। তাই প্রণয় ও তাঁর স্ত্রী রাধিকার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দেখা হবে।
কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বেঙ্কাইয়া বলেছেন, ‘কংগ্রেস পার্টি সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ করায় আমি অবাক হয়েছি। ইউপিএ জমানায় গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের প্রধানমন্ত্রীকে আট ঘণ্টা আটকে রাখা হয়েছিল। আমাদের দলীয় সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁকে জেলে থাকতে হয়েছিল। এখন এরাই সিবিআই-এর অপব্যবহারের কথা বলছে।’
সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, বেসরকারি ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেরও তদন্ত করা যেতে পারে। আদালতের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে। সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোনও কাজ করা হয়নি।
এনডিটিভি দফতরে তল্লাশি চালানো হয়নি, দাবি বেঙ্কাইয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2017 03:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -