নয়াদিল্লি: সারা বিশ্বের সাইবার জগতে ত্রাসের সঞ্চার করেছে র্যানসমওয়্যার ওয়ানাক্রাই। তবে ভারতে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি। দেশের তথ্যপ্রযুক্তির মূলকাঠামো ব্যাহত হওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে।
তথ্যপ্রযুক্তি সচিব অরুণা সুন্দররাজন বলেছেন, পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রেখে চলেছে অনেকগুলি সংস্থাকে নিয়ে গঠিত একটি দল।
সরকারের সাইবার সুরক্ষা সংস্থা সিইআরটি-ইন জানিয়েছে, পাঁচ-ছয়টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড়মাপের এমন কোনও ঘটনা ঘটেনি। ভারতীয় সিস্টেমে র্যানসমওয়্যার হামলার ব্যাপক প্রভাব পড়ার কোনও খবর নেই।
ব্রডব্র্যান্ড ইন্ডিয়া ফোরামের অবকাশে সুন্দরাজন বলেছেন, অন্ধ্রপ্রদেশ পুলিশের ১৮ টি কম্পিউটারে হামলার একটা ঘটনা ঘটেছে...এছাড়া আরও পাঁচটি ঘটনা ঘটেছে..এরমধ্যে রয়েছে কেরলের পঞ্চায়েতের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, এই সব গুলিই একেবারে বিচ্ছিন্ন ঘটনা, পৃথক কোনও সিস্টেম বা কোনও একক মেশিনে তা ঘটেছে।
তথ্যপ্রযুক্তি সচিব আরও বলেছেন, গত মার্চ থেকে সরকার উচ্চস্তরের সতর্কতা অবলম্বন করেছে। সমস্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলিতে প্রয়োজনীয় সিকিওরিটি প্যাচ ইনস্টল করা হয়েছে। র্যানসমওয়্যার হামলার সে রকম কোনও বড় ধরনের প্রভাবের কোনও রিপোর্ট নেই বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সারা বিশ্বে এক্সপি-র মতো মাইক্রোসফ্টের পুরানো অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে র্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটেছে। সাইবার-দস্যুরা কম্পিউটার হ্যাক করে সেখানে রাখা ফাইলগুলি কব্জা করে নিয়ে বিটকয়েনের মতো অনলাইন লেনদেনে ৩০০ মার্কিন ডলার পণ দাবি করছে। ওই অর্থ না দিলে কব্জা করে নেওয়া ফাইলগুলি আর ফেরত দেওয়া হবে না বলে হুমকি এসেছে অচল হয়ে যাওয়া কম্পিউটারগুলিতে।
জানা গেছে, সারা বিশ্বে প্রায় ২ লক্ষ কম্পিউটার ওয়ানাক্রাই হানা দিয়ে থাকতে পারে। ইংল্যান্ড, রাশিয়া সহ ১৫০ টি দেশে আইটি সিস্টেমে সিঁধ কেটেছে র্যানসমওয়্যার।
ভারতের সিস্টেমে তেমন দাঁত ফোটাতে পারেনি ওয়ানাক্রাই, বললেন তথ্য-প্রযুক্তি সচিব
ABP Ananda, web desk
Updated at:
16 May 2017 04:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -