মুম্বই: ইউপিএ জমানায়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু তা নিয়ে ঢাক পেটায়নি তত্কালীন সরকার, তার কৃতিত্ব দাবি করেনি, কংগ্রেসের এই দাবি খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

বুধবার দুটি পৃথক অনুষ্ঠানে সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে সংশয় প্রকাশ করে তার প্রমাণ দাবি করা বিরোধীদেরও সমালোচনা করেন তিনি। বিরোধী শিবিরের বেশ কিছু নেতা ও দল সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে অভিযানের ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেও তার ভিডিও জনসমক্ষে প্রকাশের দাবি তুলেছেন। ইউপিএ আমলেও একই ধরনের সামরিক অপারেশন হয়েছিল, তাদের দাবি। কিন্তু এমন দাবি ভুল বলে পাল্টা সওয়াল করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, দু বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী আমি। আমি যতদূর জানি, আগের বছরগুলিতে কোনও সার্জিক্যাল স্ট্রাইকই হয়নি। ওঁরা যা বলছেন, সেটা সীমান্তের অ্যাকশন টিমের অভিযান। সারা দুনিয়াতেই এমন অভিযান স্বাভাবিক। ভারতীয় সেনাও করে থাকে। তিনি ব্যাখ্যা দেন, এ ধরনের অভিযান চালানো হয় সরকারি সবুজ সংকেত বা আগাম সরকারি অনুমতি ছাড়াই। স্থানীয় কমান্ডার এমন অভিযান চালান। রিপোর্টও জমা পড়ে। কিন্তু এবার যেটা হয়েছে, তা আগের সব অভিযান থেকে ভিন্ন। এবারেরটা সার্জিক্যাল স্ট্রাইক, কেননা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অভিযান থেকে সরকার ও দেশের উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠেছে।

পর্রীকর এও বলেন, সরকার সার্জিক্যাল স্ট্রাইক থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইলে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস নন, তিনিই এর ঘোষণা করতেন।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশ করা লোকজন সহ গোটা ভারতের ১২৭ কোটি মানুষ এর কৃতিত্ব দাবি করতে পারেন, কেননা দেশের সশস্ত্র বাহিনী এই অভিযান চালিয়েছে, কোনও রাজনৈতিক দল নয়।  তবে একইসঙ্গে তিনি বলেন, এই অপারেশনের সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকারের। তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।