মথুরা (উত্তরপ্রদেশ): এমন কোনও মুসলিম প্রার্থী পায়নি, যিনি ভোটে জিততে পারেন। সে কারণেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একজন মুসলিমও নেই বিজেপির প্রার্থী তালিকায়। বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন এ কথা জানিয়েছেন। কেন বিজেপি এবার একজন মুসলিমকেও টিকিট দেয়নি, জানতে চাওয়া হলে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি টিকিট বিলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তিনি নিজেও তার সদস্য। দল সমাজের সব ধর্ম, সম্প্রদায়, শ্রেণি থেকে প্রার্থী বাছাই করে। একজন প্রার্থীর জেতার ক্ষমতা কতটা, সেটাই দল বিচার করে। জয়ী হতে পারেন, এমন লোককেই টিকিট দেওয়া হয়।

সমাজবাদী পার্টি গত ৫ বছরের ব্যর্থতা ঢাকতেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, অভিযোগ করেন শাহনওয়াজ। সপা জমানায় গুন্ডাবাজি চরমে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।