নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণজনিত কারণ দেখিয়ে কেন্দ্র সরকার সংসদের শীতকালীন অধিবেশন না ডাকার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন।
প্রহ্লাদ জোশী লিখেছেন, কোভিড সংক্রমণের প্রাদুর্ভাব ও এ সংক্রান্ত বিপদের কথা মাথায় রেখে সমস্ত বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে কথা বলে শীতকালীন অধিবেশন না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অধীরকে লেখা চিঠিতে প্রহ্লাদ জোশী আগামী জানুয়ারিতে সংসদের বাজেট অধিবেশন ডাকার আশ্বাস দিয়েছেন।
এর আগে কৃষকদের দাবি নিয়ে আলোচনা করে সংশ্লিষ্ট তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে অধীর সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলেন। এখন এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। অধীর বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভার অধিবেশন হতে পারে, বিভিন্ন সংস্থা চলতে পারে। কিন্তু সংসদ ডাকা যাবে না। এ কেমন যুক্তি! সংসদের গত অধিবেশন যখন হয়েছিল, তখন কোভিডের প্রকোপ চরম পর্যায়েই ছিল। এর থেকেই স্পষ্ট, কৃষকদের দাবিতে ভয় পেয়েই কোভিডকে অজুহাত করে সংসদের অধিবেশন ডাকছে না কেন্দ্র।
ভারতে প্রায় পাঁচ মাস পর দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের কম হয়েছে। সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি হয়েছে। এদিন নতুন করে ২২,০৬৫ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেইসঙ্গে দেশে মোট আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৯৯,০৬,১৬৫। সেই সঙ্গে আরও ৩৫৪ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩,৭০৯। ৯৪,২২,৬৩৬ জন সুস্থ হওয়ার পর সংক্রমণমুক্ত হওয়ার হার বেড়ে হয়েছে ৯৫.১২ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
দেশে ৭ অগাস্ট আক্রান্তের সংখ্যা ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট ৩০ লক্ষ ও ৫ সেপ্টেম্বর তা ৪০ লক্ষ ছাড়িয়ে যায়। মোট আক্রান্তর সংখ্যা ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ, ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ, ১১ অক্টোবর ৭০ লক্ষ , ২৯ অক্টোবর ৮০ লক্ষ এবং ২০ নভেম্বর ৯০ লক্ষে পৌঁছেছিল।
Parliament Winter Session Cancelled: করোনা অজুহাত, কৃষকদের দাবিতে ভয় পেয়েই সংসদের শীতকালীন অধিবেশন ডাকছে না কেন্দ্র, বললেন অধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 02:45 PM (IST)
করোনাভাইরাস সংক্রমণজনিত কারণ দেখিয়ে কেন্দ্র সরকার সংসদের শীতকালীন অধিবেশন না ডাকার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -