নয়াদিল্লি: স্বল্প দামের হ্যান্ডসেটের বাজারে নিজেদের জায়গা মজবুত করতে এইচএমডি গ্লোবাল নিয়ে এল নোকিয়া ২। বিশ্ব বাজারে এর দাম ৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার টাকা। এটি নোকিয়ার এন্ট্রি লেবেল স্মার্টফোন। সারা বিশ্বে নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই তা ক্রয় করতে পারবেন ক্রেতারা।
এইচএমডি গ্লোবালের দাবি, ফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটরি, দুর্দান্ত ডিসপ্লে, সেই সঙ্গে ভালো গুণমানের ক্যামেরা। যে কোনও গ্রাহকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটি বিষয়।
নোকিয়া ২-তে রয়েছে মেটাল ফ্রেম, কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এখন ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগট ওএস চালিত, যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিও-তে আপগ্রেড করা যাবে।
স্পেশিফিকেশনের দিক থেকে এই ফোনে রয়েছে ২.৫ ইঞ্চির স্ক্রিন, রেজোলিউশন 720x1280 পিক্সেল। কোম্পানির দাবি, একবার চার্জ করলে ব্যাটারি দুই দিন চলবে। এতে রয়েছে 4100mAh ব্যাটারি।
এতে রয়েছে স্ন্যাপড্রাগন 212 প্রোসেসর, ১ জিবি র্যাম। ৮ জিবি ইন্টারন্যাল মেমরির এই স্মার্টফোনের মেমরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানির দাবি, এই দামে নোকিয়া ২ প্রথম স্মার্টফোন যাতে গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে।
ফোনটিতে রয়েছে LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, জিপিএস,ওয়াই-ফাই,এফএম রেডিও-র মতো কানেক্টিভিটি।
বাজারে এল নোকিয়া ২, শক্তিশালী ব্যাটারির ব্যাক আপ দুই দিন, দাম প্রায় ৭ হাজার টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 04:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -