তিরুঅনন্তপুরম: প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর নামাঙ্কিত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার বকেয়া না মেলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে আইনি নোটিশ পাঠালেন কেরলের এক বিল্ডার!


খবরে প্রকাশ, তিরুঅনন্তপুরমে নেইয়ার বাঁধের কাছে নির্মিত রাজীব গাঁধী ইন্সটিটিউট অব  ডেভেলপমেন্ট স্টাডিজ-এর নির্মাণ করার দায়িত্বে ছিল হেলদিয়ার কনস্ট্রাকশন্স নামে একটি সংস্থার।

২০১৩ সালে ওই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছিলেন সনিয়া। প্রকল্পটির অনুমোদন করেছিলেন রমেশ চেন্নিতালা, যিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাই সনিয়ার পাশাপাশি চেন্নিতালাকেও আইনি নোটিশ পাঠিয়েছেন ওই বিল্ডার।

বকেয়া না মেলার জন্য সনিয়াকে নোটিশ পাঠানোর বিষয়টিকে হাস্যকর বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। তাঁদের মতে, একটি স্থানীয় বিষয়ে সনিয়া গাঁধীর নাম টেনে আনার কোনও যৌক্তিকতা নেই।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরযেওয়ালার দাবি, ওই বিল্ডার গোটা বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছেন। তাঁর সাফাই, এই ইস্যুতে সনিয়া গাঁধীর কিছুই করণীয় নেই। কারণ, কোনও অপরাধ বা টাকা বকেয়ার সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ নেই।

রাজ্য নেতৃত্ব তাঁর বকেয়া না মেটানোয় তিনি সকলের নজর টানার জন্যই সভানেত্রীর নামে নোটিশ পাঠিয়েছেন। সূরযেওয়ালা জানান, ইঞ্জিনিয়ার এবং কন্ট্র্যাক্টর সংস্থার মধ্যে মতভেদ ছিল, যার সমাধান প্রায় হয়ে গিয়েছে।

এদিকে, বিল্ডারের নোটিশকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে বিজেপি। সনিয়াকে খোঁচা দিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, আপনি দলের প্রধান হয়েছেন,  তখন প্রতিটি বিভাগের দায়িত্ব আপনারই হওয়া উচিত। একটা বিভাগ ঠিকমতো কাজ না করলে, আপনার সেটা দেখা উচিত।