নয়াদিল্লি: দেশের প্রায় ৮৯ শতাংশ অংশে স্বাভাবিক থেকে ভারী বৃষ্টি হয়েছে।যদিও গুজরাতের বেশিরভাগ অংশেই বৃষ্টির পরিমাণ খুবই কম, দাবি আবহাওয়া দফতরের। প্রসঙ্গত, সারা দেশে জুনের ১ তারিখ থেকে জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত ২৫৪ মিলি মিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ২৫১ মিলি মিটার বৃষ্টি হবে। মূলত এক শতাংশ বেশী বৃষ্টি পেয়েছে গুজরাত ছাড়া দেশের অন্য অংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর দেশের ২৬ শতাংশ অংশ ভারী বৃষ্টি পেয়েছে, ৬৩ শতাংশ অংশে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। শুধুমাত্র ১১ শতাংশ অংশে বৃষ্টির পরিমাণ খুবই কম। দেশের পূর্ব ও উত্তর-পূর্বে পূর্বাভাসের থেকে প্রায় ২১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।সিকিম ছাড়া অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায়ও বৃষ্টির পরিমাণ খুবই কম।
এদিকে গুজরাত, কচ্ছে এতটাই অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে, যা বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। প্রায় ৫৮ শতাংশ কম বৃষ্টি পেয়েছে ভারতের এই সমস্ত অঞ্চল। তবে এসবের মধ্যে স্বস্তি দিয়েছে মরাঠাওয়াড়া ও বিদর্ভ অঞ্চলে বৃষ্টির পরিমাণ। গরমে খরার প্রভাবে এই দুই এলাকা ভয়াবহ আকার নিয়েছিল।
দেশের ৮৯ শতাংশ অংশে স্বাভাবিক থেকে ভারী বৃষ্টি হয়েছে: আবহাওয়া দফতর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2016 04:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -