ইউপিএ আমলে একের পর দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও গোপালকৃষ্ণর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, ‘কংগ্রেসের আমলে ভুরিভুরি কেলেঙ্কারি হলেও, একটিও শব্দ খরচ করেননি গোপুমামা। আপনি কি বিশ্বাস করেন, সবই রাজনৈতিক প্রতিহিংসা? সেই কংগ্রেসকেই সমর্থন করছেন আপনি। মহাত্মা গাঁধীর নাম ব্যবহার করছেন। আপনার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
মহাত্মা গাঁধীর পুত্র রামদাসের কন্যা সুমিত্রার পুত্র শ্রীকৃষ্ণ। তিনি বেঙ্গালুরুর রোবোটিক্স ইঞ্জিনিয়ার। তিনি এর আগেও কংগ্রেসের বিরোধিতা করেছিলেন। ২০১৪ সালে রাহুলকে চিঠি দিয়ে নির্বাচনের সময় মহাত্মা গাঁধীর নাম ব্যবহার না করার দাবি জানিয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে রাহুলের বিরুদ্ধে আম আদমি পার্টির প্রার্থী কুমার বিশ্বাসকে সমর্থনও করেছিলেন। ফের কংগ্রেসের বিরুদ্ধে সরব শ্রীকৃষ্ণ।