সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপনের ছবি দিচ্ছেন? সাবধান! নজর রাখছে আয়কর বিভাগ
Web Desk, ABP Ananda | 31 Jul 2017 10:11 AM (IST)
নয়াদিল্লি: নতুন গাড়ি কিনেছেন? দেশে বা বিদেশে কোনও বিলাসবহুল হোটেলে উঠেছেন? সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করার আগে একটু ভেবে নিন। কারণ, শুধু আপনার বন্ধুরাই নন, আয়কর বিভাগের কর্তারাও সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টের উপর কড়া নজর রাখছেন। আপনার কর মেটানো থাকলে সমস্যা নেই। তবে আয়কর বকেয়া থাকলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। ফেসবুক পোস্টে লাইক, কমেন্টের পাশাপাশি আয়কর বিভাগের নোটিসও চলে আসতে পারে। কোনও ব্যক্তির আয়-ব্যয় সংক্রান্ত তথ্যের জন্য আর শুধু ব্যাঙ্কের উপর নির্ভর না করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তথ্য সংগ্রহের কাজ শুরু করতে চলেছে আয়কর বিভাগ। আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই ব্যবস্থা। করদাতাদের নাগরিকদের ঘোষিত আয়ের সঙ্গে খরচের প্রবণতা মিলিয়ে দেখা হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই একজন ব্যক্তির জীবনযাত্রার মান বোঝা যাবে। ফলে তল্লাশি না চালিয়েই আন্দাজ করা যাবে, কারা কর ফাঁকি দিচ্ছেন। বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে আগেই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আয়কর ফাঁকি ধরার বন্দোবস্ত করেছে। এবার ভারতেও সেই ব্যবস্থা চালু হতে চলেছে। সাত বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ চলেছে। খরচ হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। অর্থ মন্ত্রকের আধিকারিকরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না। তবে আয়কর বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা বলেছেন, নয়া ব্যবস্থার ফলে করদাতাদের আয়-ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সহজতর হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ, সম্পত্তি ও শেয়ার বাজারে বিনিয়োগ, নগদে ক্রয় ও বিনিয়োগ সংক্রান্ত সব তথ্য একত্রিত করার ব্যবস্থা হচ্ছে।