নয়াদিল্লি: আর শুধু দূরপাল্লার ট্রেনে নয়, এবার লোকাল ট্রেনেও পেতে পারেন শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধে। মুম্বইয়ের পথ ধরে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও সেকেন্দ্রাবাদে শিগগিরই এসি লোকাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল।

অল্পদিনের মধ্যেই মুম্বই শহরতলীতে চলবে ১২ কামরার এসি ট্রেন। রেল জানিয়েছে, মুম্বইয়ের পাশাপাশি কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও সেকেন্দ্রাবাদে লোকাল ট্রেনের খোলনলচে বদলে দিতে চলেছে তারা। এসি বসতে চলেছে, সঙ্গে থাকছে স্বয়ংক্রিয় দরজা।

রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ২০১৯-২০২০র মধ্যে সমস্ত নতুন ইএমইউ ট্রেন শীততাপনিয়ন্ত্রিত হয়ে যাবে। থাকবে স্বয়ংক্রিয় দরজা। এসি ট্রেনের সঙ্গে এখনকার নন এসি ট্রেনও আগের মতই চলবে, তবে দু’রকম ট্রেনের ভাড়া আলাদা আলাদা হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসের ২৫ তারিখ বা পয়লা জানুয়ারি মুম্বইয়ের চার্চগেট ও বরিভলির মধ্যে যাতায়াত শুরু করবে প্রথম এসি লোকাল ট্রেন।