মুম্বই: বন্দেমাতরম গাওয়া বা না গাওয়া-কারুর ব্যক্তিগত পছন্দের ব্যাপার। বন্দেমাতরম গাইতে অস্বীকার করলে কাউকে দেশদ্রোহী বলে দেগে দেওয়া যায় না। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি। একইসঙ্গে তিনি বলেছেন, কেউ যদি 'ইচ্ছাকৃতভাবে' বন্দেমাতরমের বিরোধিতা করেন তাহলে তা 'নিম্নরুচির পরিচয় এবং তা জাতীয় স্বার্থের পক্ষে নয়'।
উল্লেখ্য, স্কুল ও কলেজে বন্দেমাতরম বাধ্যতামূলক করার দাবি ঘিরে মহারাষ্ট্র বিধানসভায় চাপানউতোর দেখা যায়। শাসক বিজেপি দলের বিধায়করা বন্দেমাতরম বাধ্যতামূলক করার সপক্ষে সওয়াল করেন। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি তামিলনাড়ুর স্কুলগুলি বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে। এর পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত দাবি করেছেন, মহারাষ্ট্রেও স্কুল ও কলেজে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা উচিত।
এই দাবির তীব্র বিরোধিতা করেন সমাজবাদী পার্টি নেতা আবু আসিম আজমি। তিনি বলেছেন, তাঁকে দেশের বাইরে বের করে দেওয়া হলেও তিনি বন্দেমাতরম গাইবেন না। অন্যদিকে, এআইএমআইএম বিধায়ক ওয়ারিশ পাঠান বলেছেন, তাঁর মাথায় বন্দুক ঠেকালেও তিনি বন্দেমাতরম গাইবেন না।
বন্দেমাতরম না গাইলেই কাউকে দেশদ্রোহী বলা যায় না: নকভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2017 07:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -