নয়াদিল্লি: অঘ্রাণ মাস বিয়ের মাস। অথচ ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের জেরে বহু বাবা মা-ই সন্তানের বিয়ে নিয়ে বিপর্যস্ত। তাই তাঁদের কথা ভেবে টাকা তোলার নিয়মকানুন কিছুটা শিথিল করল কেন্দ্র। জানাল, ‘নো ইওর কাস্টমার’ বা কেওয়াইসি কাগজপত্র ও প্যান কার্ড দেখিয়ে আড়াইলাখ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে তোলা যাবে। কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন এ কথা।
এছাড়া কৃষকদের জন্যও কিছুটা ছাড়ের বন্দোবস্ত করেছে কেন্দ্র। শস্য ঋণ অ্যাকাউন্টে জমা পড়লে সপ্তাহে ২৫,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন তাঁরা। ইনসিওরেন্স প্রিমিয়াম জমা দেওয়ার দিনও আরও ১৫দিন বাড়ানো হয়েছে।
তবে নোট বদলের সাপ্তাহিক ঊর্ধ্বসীমা কমিয়ে দিয়েছে কেন্দ্র। জানিয়েছে, ৪,৫০০ টাকার বদলে এবার থেকে ২,০০০ টাকা পর্যন্ত সপ্তাহে বদল করা যাবে। অর্থসচিব জানিয়েছেন, আরও বেশি মানুষ যাতে পুরনো নোট বদলে নতুন নোট নিতে পারেন, তাই এই ঊর্ধ্বসীমা কমিয়ে দিয়েছেন তাঁরা।
তা ছাড়া ব্যাঙ্কের সামনে লাইন কমাতে ঠিক হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের বেতন আগেই তুলে নিতে পারবেন। গ্রুপ সি পর্যন্ত কর্মীরা পাবেন এই সুবিধে।
১৮ তারিখ থেকে এইসব নতুন নিয়ম কার্যকর হবে।
নোট বাতিলের জের: সামনে বিয়ের অনুষ্ঠান থাকলে আড়াইলাখ পর্যন্ত তোলা যাবে, জানাল কেন্দ্র
ABP Ananda, Web Desk
Updated at:
17 Nov 2016 11:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -