নয়াদিল্লি:  আজ নোট বাতিলের একবছর পূর্তি। বর্ষপূর্তির দিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২৫ কোটি ভারতীয়কে কেন্দ্রের কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থেকে সমর্থন জানানোর জন্যে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন। নোট বাতিলের ফলে কালো টাকা ও দুর্নীতিতে লাগাম পরানো গিয়েছে। দেশের আর্থিক ব্যবস্থাও মজবুত হয়েছে। আজকের এই ঐতিহাসিক দিনে বিজেপি নেতা-কর্মীদের দেশজুড়ে কালা টাকা বিরোধী দিবস পালনের আহ্বান জানিয়েছেন অমিত শাহ।






 



 


নোট বাতিলের এক বছর পূর্ণ হল আজ। কেন্দ্রের তরফে দাবি ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি কালো টাকা এই একবছরে উদ্ধার করেছে সরকার। ভারতের মোট জনসংখ্যার মধ্যে ০.০০০১১ শতাংশ মানুষ মোট নগদের প্রায় ৩৩ শতাংশ এই সময়ের মধ্যে জমা দিয়েছে। সরকারের তরফে একটি বিজ্ঞাপন ছাপিয়ে দাবি করা হয়েছে, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক এবং বহুদিক খতিয়ে দেখলে সম্পূর্ণ সফল। এমনকি ওই বিজ্ঞাপনে সরকারের তরফে দাবি করা হয়েছে, নোট বাতিলের প্রভাব সর্বক্ষেত্রেই ইতিবাচক। সন্ত্রাসদমন থেকে শুরু করে নতুন চাকরির সুযোগ তৈরি, সবদিকেই উন্নতি এসেছে। শুধুমাত্র তাঁরাই নোট বাতিল পরবর্তী সময় চাকরি হারিয়েছেন, যাঁরা সেভাবে দক্ষ ছিলেন না, মন্তব্য রবিশঙ্কর প্রসাদের। প্রসঙ্গত, সন্ত্রাসবাদী ও মাও কার্যকলাপ একেবারেই থমকে গিয়েছিল সরকারের আচমকা এই সিদ্ধান্তে। কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছিল। মূলত ভারতীয় অর্থনীতিকে মূল থেকে চাঙ্গা করেছিল কেন্দ্রের এই সিদ্ধান্ত, দাবি সরকারের।

কেন্দ্রীয় সরকার যখন নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ, তখনই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব দেশের সমস্ত বিরোধী দলগুলি।নোটবাতিল একটি দুঃখজনক ঘটনা। মানুষের চোখের জল যে কতটা ভয়ানক হতে পারে, তা আপনি দেখেননি। নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদী সরকারকে টুইটারে তোপ রাহুল গাঁধীর।

নোট বাতিলের বর্ষপূর্তিতে নিজের টুইটার প্রোফাইল থেকে ছবি সরিয়ে প্রতিবাদে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, আমি আমার টুইটারের ডিপি কালো করে দিয়েছি। নোট বাতিল একটি বিপর্যয়। প্রতিবাদে সবাই সোচ্চার হোন।

 



 


নোট বাতিলের এক বছর পূর্তিতে কালা দিবস পালনের ডাক বিরোধীদের। অন্যদিকে বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন  করবে বিজেপির। দেশজুড়ে নেতা-কর্মীদের উত্সব আজ।