নয়াদিল্লি: নোট বাতিলের ফলে করদাতাদের সংখ্যা এবং গৃহস্থ সঞ্চয়—দুই-ই  বৃদ্ধি পেয়েছে। এমনটাই দাবি করা হল সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষায়।


সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। এদিনই পেশ করা হয়েছে ২০১৭-১৮ অর্থনৈতিক সমীক্ষা। প্রাক-বাজেট সমীক্ষায় সঞ্চয়ের অর্থ বিভিন্ন বিনিয়োগে লগ্নি করার ওপর জোর দেওয়া হয়েছে।


প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমের নেতৃত্বে এক বিশেষজ্ঞ দল ওই সমীক্ষা চালিয়েছে। সেখানে বলা হয়েছে, সামগ্রিক গৃহস্থ সঞ্চয়ে আর্থিক সঞ্চয়ের ভাগের হার বেড়েছে।


সমীক্ষার দাবি, ২০১৬ সালের নভেম্বর মাসে নোট বাতিলের পর থেকে নতুন করদাতাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সমীক্ষা অনুযায়ী, প্রতিমাসে নতুন করদাতাদের সংখ্যা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে (বার্ষিক হার ১০ শতাংশ)।


সমীক্ষায় বলা হয়েছে, নোট বাতিল ও জিএসটি-র মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে করের আওতায় আনা। রিপোর্ট অনুযায়ী, নোট বাতিল ও জিএসটি-র ফলে ১৮ লক্ষ নতুন করদাতার নাম নথিভুক্তিকরণ হয়েছে। যা মোট করদাতার সংখ্যা ৩ শতাংশ।


রিপোর্টের দাবি, নোট বাতিলের পর ১.০১ কোটি নতুন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেখানে তার আগের ৬ বছরে সংখ্যাটি ছিল ৬২ লক্ষ।