নয়াদিল্লি: নিজের টাকা, নিজের ইচ্ছামতো তোলার উপায় নেই! মাত্র চার হাজার টাকা ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়ে বদলানো যেতে পারে! কিন্তু, তাও প্রতিদিন নয়।
শনিবার ব্যাঙ্কগুলির কাছে পাঠানো নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত কোনও এক জন ব্যাক্তি সর্বাধিক ৪ হাজার টাকাই বদল করতে পারবেন।
অর্থাৎ, আলাদা ব্যাঙ্ক, ব্যাঙ্কের অন্য শাখা কিম্বা ডাকঘরে ঘুরে বেড়ালেও লাভের লাভ কিছু হবে না। পুরনো নোট যতই থাকুক, তার বদলে, পাওয়া যাবে সর্বোচ্চ ৪ হাজার টাকাই।
এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানান, ২৪ তারিখ পর্যন্ত ব্যক্তি পিছু সর্বোচ্চ চার হাজার টাকার নোট বদল করা যাবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
কিন্তু, কীভাবে ব্যাঙ্ক বুঝবে আপনি অন্য কোথাও থেকে চার হাজার টাকার নোট বদল করেছেন কি না?এটা জানতেই শুধুমাত্র নোট বদলের জন্য আলাদা একটি পোর্টাল চালু করেছে আরবিআই। ওই পোর্টালের সঙ্গে দেশের সব ব্যাঙ্ক ও ডাকঘর লিঙ্ক করা হয়েছে।
টাকা বদলের জন্য যখন কেউ সচিত্র পরিচয়পত্রের সঙ্গে, সবিস্তার তথ্য-সহ ফর্ম জমা দিচ্ছেন, তখন সেই তথ্য সঙ্গে সঙ্গে আরবিআইয়ের পোর্টালে আপলোড করে দেওয়া হচ্ছে। ফলে, একজন ব্যক্তি কত টাকা বদল করছেন, সেই তথ্য জমা হয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় পোর্টালে।
নোট বদলে আপাতত এই কড়াকড়ি থাকলেও, অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্য কোনও ঊর্ধ্বসীমা নেই। অর্থাত, কেউ অ্যাকাউন্টে যত খুশি বাতিল হওয়া ৫০০ ও হাজার টাকার নোট জমা দিতে পারেন।
তবে, মোদী সরকার আগেই জানিয়ে দিয়েছে, ওই জমার পরিমাণ আড়াই লাখ পেরলেই, সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে আতসকাচের নিচে ফেলবে আয়কর দফতর!