চেন্নাই: জামিন মিলল না বালি মাফিয়া জে শেখর রেড্ডি, আরও চারজনের। বিশেষ সিবিআই বিচারক বিজয়লক্ষ্মী তাঁদের জামিনের আর্জি বাতিল করে দিলেন। তাঁদের ডেরায় অভিযান চালিয়ে ১৭০ কোটি টাকার বেশি হিসাববহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করেছিল সিবিআই।


রেড্ডি, তাঁর সঙ্গীরা ২১ ডিসেম্বর গ্রেফতার হন, তাঁদের বাসভবনে আয়কর দপ্তরের হানায় ১২৭ কেজি সোনা ও ১৭০ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হওয়ার পর। বিপুল অর্থের মধ্যে প্রচুর নতুন নোটও ছিল। ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার ২৪ দিনের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কের কর্মীদের সহযোগিতায় পুরানো নোটে বিপুল পরিমাণ হিসাবহীন অর্থ বৈধ করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ফৌজদারি আস্থা ভঙ্গ, প্রতারণা, ফৌজদারি চক্রান্ত, দুর্নীতি দমন আইনের ১৩ (১) ও (২)ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।


পাঁচজনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নিতে চেয়ে সিবিআইয়ের আর্জিও খারিজ করে দিয়েছেন সিবিআই  বিচারক।


প্রসঙ্গত, বালি মাফিয়া ও বাকিদের জামিনের আবেদনের ওপর রায়দান ২৭ ডিসেম্বর স্থগিত রেখেছিল আদালত।