ভোপাল: মধ্যপ্রদেশে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) নিরাপত্তারক্ষী নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় দিল্লির দুই ব্যক্তি ও ৪৮ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হল। পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ওই পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এক বিবৃতিতে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, গ্বালিয়রের একটি হোটেলে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের জেরা করে এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।


রবিবার সকাল এগারোটা থেকে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ১৩২টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তার দেড় ঘণ্টা আগেই এফসিআই আধিকারিকদের প্রশ্ন ফাঁস হওয়ার কথা জানায় এসটিএফ। ধৃত পরীক্ষার্থীদের যে কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার বাইরে অন্য কেন্দ্রগুলির পরীক্ষার্থীদের হাতেও পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্ন পৌঁছে গিয়েছিল কি না, সেটা জানার চেষ্টা চলছে।