নয়াদিল্লি: পথ চলতে চলতে অনেক সময়ই ‘প্রকৃতিj ডাক’ এসে মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। বেশিরভাগ মানুষই আশেপাশের এলাকায় কোথায় গণ শৌচাগার আছে তার খোঁজ না করেই, রাস্তার ধারে কোথাও একটা বসে বা দাঁড়িয়ে তাঁর কাজ সেরে নেন। এরফলে পরিবেশ দূষণতো হয়ই, দৃশ্য দূষণও হয়। এর থেকে দেশকে মুক্তি দিতে এবং আরও পরিস্কার ভারত তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় নগরন্নোয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বৃহস্পতিবার গুগল ম্যাপে ‘টয়লেট লোকেটর’-এর সূচনা করেন। এরফলে মানুষ হঠাত্ করে বিপদে পড়লে, মোবাইলে গুগল ম্যাপে ক্লিক করে জেনে যাবেন সবচেয়ে কাছে গণ শৌচাগার কোথায় আছে?
তবে এই পরিষেবা আপাতত পাওয়া যাবে দিল্লি এবং মধ্যপ্রদেশে। এই দুই জায়গার গণ শৌচাগারের হদিশই এই মুহূর্তে গুগল ম্যাপ দেবে।সবচেয়ে বড় কথা মোবাইল ফোনে অ্যাপস ব্যবহার করেই এই পরিষেবা শুধু পাওয়া যাবে না, কম্পিউটার থেকে গুগল ম্যাপ খুললেও একই পরিষেবা পাওয়া যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, সূচনার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ দেশের ৫০৪টি শহর ও জেলার গণ শৌচাগারের হদিশ দেবে। আগামী মার্চের মধ্যে প্রায় ৭৩৯টি শহরকে এই পরিষেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে কেন্দ্রের।
গুগল ম্যাপে এখন থেকে দিল্লি, গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, ভোপাল, ইনদওরের চার হাজার গণ শৌচগারের তথ্য নিয়মিত ভাবে পাওয়া যাবে। কখন খোলে সেই শৌচাগার এবং কতক্ষণ খোলা থাকবে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য এখানে থাকবে। এমনকি গণ শৌচাগারের সঙ্গে সেই এলাকায় বিশ্রামাগারের হদিশও দেবে গুগল ম্যাপ। ইংরাজি এবং হিন্দি দু ভাষাতেই এই পরিষেবা পাওয়া যাবে।
রাস্তার মধ্যে ‘প্রকৃতির ডাক’ এসেছে, গুগল ম্যাপের সাহায্যে জেনে নিন শৌচাগারের হদিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2016 09:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -