নয়াদিল্লি: কংগ্রেস সাধারণ সচিব প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বুধবার সেই দলে যোগ দিলেন, যেখানে শাড়ি পরে মহিলারা সোশ্যাল মিডিয়া সাইটে #SareeTwitter হ্যাশট্যাগ দিয়ে ছবি পোস্ট করছেন।
সোমবার থেকে এই হ্যাশট্যাগ ইন্টারনেটে ঝড় তুলেছে। বহু মহিলা শাড়িতে ছবি পোস্ট করছেন টুইটারে। বিভিন্ন সেলিব্রিটিরা ইতিমধ্যেই ছবি পোস্ট করেছেন। পিছিয়ে নেই মহিলা রাজনীতিবিদরাও।
এদিন বিয়ের ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেস নেত্রী লেখেন, ২২ বছর আগে বিয়ের দিন সকালে পুজোর সময়ে। প্রাক্তন কংগ্রেস নেত্রী বর্তমান শিবসেনায় যোগ দেওয়া প্রিয়ঙ্কা চতুর্বেদীও শাড়ি পরা ছবি পোস্ট করেন।
বিজেপির নূপুর শর্মাও এই অভিনব উদ্যোগে যোগ দেন। ছবি দিয়ে লেখেন, একটা ট্রেন্ড যাতে আমি একেবারে সহমত। অভিনেত্রী-রাজনীতিবিদ নাগমা ছবি দিয়ে টুইট করেন। লেখেন, শাড়ি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির বাহক। শাড়িতে একজনকে ভীষণই সুন্দর, দৃপ্ত, গর্বিত, মার্জিত দেখায়। একইসঙ্গে তা আবেদনও জাগায়।