নয়াদিল্লি: এবার থেকে ট্রেনের কামরায় অতিরিক্ত মালপত্র নিয়ে যাওয়ার আগে সাবধান! অনুমোদিত ওজনের ঊর্ধ্বে অতিরিক্ত মালপত্র নিয়ে কামরায় উঠলে দিতে হবে বিপুল জরিমানা। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল।


বেশ কিছুদিন ধরেই রেলের কাছে অভিযোগ আসছে, যে বহু যাত্রী অতিরিক্ত মালপত্র নিয়ে কামরায় উঠছেন। এর ফলে, রেল সিদ্ধান্ত নিয়েছে, তিন দশক পুরনো মালপত্র সংক্রান্ত নিয়মকে কঠোরভাবে কার্যকর করা। যেখানে, অনুমোদিত ওজনের বেশি মালপত্র তুললেই, সংশ্লিষ্ট যাত্রীকে ৬ গুণ জরিমানা দিতে হবে।


রেলবোর্ডের ডিরেক্টর (তথ্য ও প্রচার) বেদপ্রকাশ জানান, নিয়মানুযায়ী স্লিপার শ্রেণি ও সাধারণ দ্বিতীয় শ্রেণির যাত্রীরা যথাক্রমে ৪০ কেজি ও ৩৫ কেজি মালপত্র নিখরচায় নিয়ে যেতে পারেন। একইসঙ্গে, পার্সেল অফিসে অতিরিক্ত চার্জ দিয়ে সর্বোচ্চ যথাক্রমে ৮০ কেজি ও ৭০ কেজি মাল নিয়ে যেতে পারেন। তবে, সেই অতিরিক্ত মালপত্র লাগেজ ভ্যানে রাখতে হবে।


ওই আধিকারিক জানান, এই অতিরিক্ত মালবহনের নিয়ম আগেই থেকেই ছিল। এখন তা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি জানান, যে কোনও যাত্রী সাধারণ পার্সেলের ভাড়ার হারের দেড়গুণ অর্থ দিয়ে ঊর্ধ্বসীমা পর্যন্ত অতিরিক্ত মালপত্র লাগেজ ভ্যানে নিয়ে যেতে পারেন। তিনি বলেন, কোনও যাত্রীকে যদি দেখা যায় এই নির্দিষ্ট সীমার বেশি মালপত্র টাকা না দিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে তাঁকে লাগেজ ভাড়ার ৬ গুণ জরিমানা দিতে হবে।


তিনি জানান, বিমানবন্দরের মতো রেলে প্রত্যেক যাত্রীর মালপত্র ওজন করার সংস্থান নেই। ফল, ট্রেনে চলতে চলতেই যাত্রীদের মালপত্রের ওজনের চেকিং করবে রেল। যেমন ধরা যাক, কোনও যাত্রী (স্লিপার শ্রেণি) ৫০০ কিলোমিটার যাচ্ছেন। তাঁর সঙ্গে ৮০ কেজির মালপত্র রয়েছে। সেক্ষেত্রে তিনি নিজের কাছে কামরায় ৪০ কেজির মালপত্র রাখতে পারবেন। বাকি ৪০ কেজি ১০৯ টাকা দিয়ে লাগেজ ভ্যানে রাখতে হবে। যদি দেখা যায়, তিনি তা করেননি, তাহলে তাঁকে ৬৫৪ টাকা জরিমানা ধার্য করা হবে।


একইভাবে, বাতানুকূল প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে নিখরচায় মালপত্র নিজের কাছে রাখার ঊর্ধ্বসীমা হল যথাক্রমে ৭০ কেজি ও ৫০ কেজি। এক্ষেত্রেও, প্রথম শ্রেণির যাত্রী সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনে উঠতে পারেন। তবে, অতিরিক্ত ৮০ কেজির মালপত্র ভাড়া দিয়ে লাগেজ ভ্যানে রাখতে হবে। অন্যদিকে, বাতানুকুল দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ১০০ কেজি।