নয়াদিল্লি: ‘ভারতে বেড়েছে বাঘের সংখ্যা’, বিশ্ব ব্যাঘ্র দিবসে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে সর্বভারতীয় ব্যাঘ্র গণনার এই রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘ভারতে এখন বাঘের সংখ্যা ২৯৬৭। ২০২২ সালের আগেই বাঘ সংরক্ষণের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে ভারত। গোটা বিশ্বের তিন-চতুর্থাংশ বাঘ থাকে ভারতে। ‘সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট’-এর দেওয়া লক্ষ্যমাত্রা ভারত ছুঁয়ে ফেলেছে চার বছর আগেই, দাবি মোদীর।

বাঘ সংরক্ষণ ও বাঘ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছরের ২৯ জুলাই পালিত হয় বিশ্ব ব্যাঘ্র দিবস বা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। ২০১০ সালে রাশিয়ার ‘সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট’ প্রথম ব্যাঘ্র সচেতনতার বিষয়টির ওপর আলোকপাত করে। ২০২০ সাল অর্থাৎ দশ বছরের মধ্যে পৃথিবীতে বাঘের সংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয় এই সম্মেলনে।

ভারতে উত্তরের তুলনায় দক্ষিণের রাজ্যগুলি ব্যাঘ্র সংরক্ষণের বিষয়ে বেশী সচেতনতার সঙ্গে কাজ করছে। এর মধ্যে কেরালা, কর্নাটক, তামিলনাড়ু অন্যতম।

বর্তমানে ভারতে অবশ্য মধ্যপ্রদেশে সবচেয়ে বেশী সংখ্যক বাঘ রয়েছে। সেখানে বাঘের সংখ্যা ৫২৬। এরপরেই রয়েছে কর্ণাটক, সেখানে বাঘের সংখ্যা ৫২৪। উত্তরাখণ্ডে রয়েছে ৪৪২টি বাঘ।

অন্যদিকে বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনেও। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৭৬ থেকে বাঘ বেড়ে হয়েছে ৮৮টি।

আজ ব্যাঘ্র পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে মোদি বলেন, এখনই বাঘের সংরক্ষণ থামানো যাবে না, কারণ, ‘বাঘো মে বাহার হ্যায়’