নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির বৃদ্ধ দম্পতিকে খুন করে বাড়ির দামী জিনিসপত্র হাতিয়ে পালানোর ছক কষার অভিযোগে গ্রেফতার নার্সিং ডিপ্লোমাধারী যুবক। কিন্তু অভিযুক্ত ২৪ বছরের আকাশের প্ল্যান সফল হওয়ার আগেই দিল্লি পুলিশের স্পেশাল সেল খবর পেয়ে যায়। ডিসিপি পি এস কুশওয়া জানিয়েছেন, গত ৩০ মে সন্ধ্যায় আকাশকে খানপুর থেকে গ্রেফতার করে স্পেশাল সেলের টিম। তাঁর কাছ থেকে একটি গুলি ভরা দেশি পিস্তল, চারটি তাজা কার্তুজ মিলেছে।
৯২ বছর বয়সি ওই বৃদ্ধ ও তাঁর ৮৫ বছরের স্ত্রী একাই থাকতেন। তাঁদের এক ছেলে, এক মেয়ে থাকেন বিদেশে। আরেক মেয়ে থাকেন দিল্লির বাইরে।
জেরায় আকাশ জানিয়েছেন, ২০১৬-য় গোয়ালিয়র থেকে নার্সিং ডিপ্লোমা পান তিনি, সেখানকার একটি হাসপাতালে কাজ করতেন। পরে এলডারলি কেয়ার নামে একটি নার্সিং ব্যুরোয় যোগ দেন। সেখান থেকেই ওই দম্পতির দেখভাল করতে তাঁকে পাঠানো হয়। গত তিন মাস কাজ করছিলেন তিনি।
আকাশ দম্পতিকে মেরে ফেলে জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়ার ছক তাঁর শ্যালককে জানান। এজন্য পশ্চিম উত্তরপ্রদেশের অপরাধীদের সঙ্গেও নাকি তিনি যোগাযোগ করেন। ঠিক ছিল, ৩১ মে মাসমাইনের টাকা নিয়ে প্ল্যানমতো কাজ সারবেন।