মুম্বই: মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেওয়ার আর এক মাসও বাকি নেই। কিন্তু তার আগেই ভারত থেকে চাকরির অফার বারাক ওবামার পকেটে! বিদায়ী প্রেসিডেন্টকে তাদের স্কুলে শিক্ষক হয়ে আসার বায়না ধরেছে যোগেশ্বরী ইস্টে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের নটবর নগর মুম্বই পাবলিক স্কুলের ক্লাস থ্রি-র পড়ুয়ারা। সাদা কাগজে তারা অফার লেটার লিখেছে সর্বশক্তিমান প্রেসিডেন্টকে।


আড়াই মিনিটের একটি ভিডিও-তে কথা বলেছে ওবামার এই খুদে ফ্যানরা। ভিডিওটি বানিয়েছে আকাঙ্খা ফাউন্ডেশন নামে এক অলাভজনক এনজিও, যারা পুরসভার সহযোগিতায় ওই স্কুল চালায়। ক্লাস থ্রি-র হেডগার্ল নম্রতা গুপ্তাই বলেছে বেশি। ওবামার প্রেসিডেন্ট পদে মেয়াদ ফুরোচ্ছে শীঘ্রই, সম্প্রতি সে পড়ে জেনেছে। ভিডিও-তে সে বলেছে, অন্য দায়িত্ব খুঁজে নেওয়ার আগে আমরা আপনাকে আমাদের আকাঙ্খায় শিক্ষক পদে যোগ দেওয়ার অফার দিচ্ছি।


গত বছর হ্যালোউইনে হোয়াইট হাউসে বাচ্চাদের সঙ্গে ওবামা গল্প করা, সময় কাটানোর ভিডিওই সে দেখেছে শুধু। নম্রতা জানিয়েছে,  সে শুনেছে উনি ‘বাচ্চাদের খুব ভালবাসেন’, ‘চমত্কার শিক্ষক’ও। এটাই তো চাই আমরা।


মুম্বইয়ের ৫ বছরের স্কুলটির কিন্ডারগার্টেন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়া ১৮৬ জন। ভিডিওতে দেখা যাচ্ছে, নম্রতা বলছে, তাদের স্কুল লাইব্রেরি, জিম, খেলার মাঠ ব্যবহার করতে পারবেন ওবামা। ‘প্রতিদিন জিভে জল আনা ভারতীয় খানাও’ পাবেন।


ভিডিওটি ডিসেম্বরের মাঝামাঝি স্কুলভবন ও আশপাশের বস্তিতে তোলা হয়েছে বলে জানিয়েছে স্কুল লিডার ও আকাঙ্খা ফাউন্ডেশনের রেখা ঘেলানি। বস্তিতেই থাকে বেশিরভাগ পড়ুয়া। বাচ্চারা নিজেরাই ভিডিওতে  কথা বললে ভাল সাড়া মিলবে বলে মনে হয়েছে আমাদের, বলেছে সে।


নম্রতা ও তার বন্ধুদের ভাবনা এখন একটাই। তাদের আবেদন ওবামা পর্যন্ত পৌঁছবে তো? হেসে সে বলেছে, আমার বাবা বলেছেন, প্রেসিডেন্ট ভিডিওটা দেখলে তোদের লাড্ডু পাঠাবেন।