নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ উঠল শিল্পপতিদের বিরুদ্ধে। ১০৯ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে দেশের অন্যতম চিনি পরিশোধন সংস্থা সিমভাওলি সুগার্স সংস্থার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। এফআইআর-এ নাম রয়েছে এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিংহ মান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গুরপাল সিংহ এবং সিএফও, এগজিকিউটিভ ও নন-এগজিকিউটিভ ডিরেক্টর সহ আরও আটজনের।

ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের অভিযোগ, ২০১১ সালে আখচাষিদের টাকা দেওয়ার কথা বলে ১০৯ কোটি টাকা ঋণ নেয় সিমভাওলি সুগার্স। যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। তবে যে কেওয়াইসি জমা দেওয়া হয়, তাতে ভুল ছিল। এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করার পর আজ সকাল থেকে দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন সিবিআই আধিকারিকরা।