নয়াদিল্লি: দিল্লি সরকারের জোড়-বিজোড় পরিবহণ নীতিতে টু হুইলার, মহিলাদের ছাড় দিতে রাজি হল না ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল(এনজিটি)। রাজধানীতে বায়ু দূষণের মাত্রা খুব বেশি বলে উদ্বেগ প্রকাশ করে ট্রাইব্যুনালের মত, পরিবেশ ও স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে শিশুদের দূষিত ফুসফুস উপহার দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছে ট্রাইব্যুনালের চেয়ারপার্সন বিচারপতি স্বতন্তর কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ।
আর দেরি না করে বেঞ্চ অরবিন্দ কেজরীবাল সরকারকে রাস্তা থেকে ১০ বছরের পুরানো সব ডিজেল গাড়ি তুলে নিতে বলে, রাজধানীর যেসব এলাকায় দূষণ সবচেয়ে বেশি, সেগুলিকে চিহ্নিত করে বহুতল থেকে জল ছিটানোর নির্দেশ দিয়েছে। তবে যেসব শিল্প দূষণ ছড়ায় না, আবশ্যক পণ্যসামগ্রী তৈরি করে, সেগুলিকে চালিয়ে যেতে বলেছে বেঞ্চ।
শুনানি পর্বে এনজিটি উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব পরস্পরকে দোষারোপ করা ছাড়া আর কী করছে, প্রশ্ন তুলে বলে, একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে চলবে না!
১১ নভেম্বর এনজিটি কোনওরকম ছাড় না দিয়ে জোড়-বিজোড় যান নীতিতে অনুমোদন দেয়। সেই নির্দেশের সংশোধন চেয়ে গতকাল বেঞ্চে আবেদন করে দিল্লি সরকার। মহিলা গাড়িচালকদের জোড়-বিজোড় যান নীতির বাইরে রাখার অনুমতি চায় তারা। তবে এতে ক্ষোভ প্রকাশ করে এনজিটি প্রশ্ন করে, যে মহিলাদের নিজেদের গাড়ি নেই, রোজ বাসে, মেট্রোয় আসাযাওয়া করেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব কি দিল্লি সরকারের নয়? কেন মহিলাদের জন্য স্পেশাল বাস নেই? দিল্লি সরকারের তরফে বলা হয়, ২৫ লক্ষের বেশি যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো পরিকাঠামো তাদের নেই। কিন্তু তা মানতে চায়নি বেঞ্চ। এরপরই গতকালের আবেদনটি তুলে নেয় দিল্লি সরকার। বেঞ্চ বলে, দিল্লি সরকার আমাদের নির্দেশের সংশোধনী চেয়ে পেশ করা আবেদনটি প্রত্যাহার করতে চায়। ওদের নতুন করে আবেদন পেশ করার স্বাধীনতা আছে। এই আবেদনটি খারিজ করা হল।
ট্রাইব্যুনাল জানায়, দূষণ নিয়ন্ত্রণ কমিটিগুলির রিপোর্ট অনুসারে, টু হুইলারের জন্য দূষণ বেশি হয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ও দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির রিপোর্ট অনুসারে ৩০ শতাংশ দূষণ হয় টু হুইলারে। বেঞ্চের বক্তব্য, ৬৮ লক্ষ টু হুইলার রাস্তায় নামার অনুমতি দেওয়া হলে দূষণে কী প্রভাব পড়বে?
তবে তারপরও নতুন করে আবার একই আবেদন করে ওই বেঞ্চেই পিটিশন দিয়েছে দিল্লি সরকার। তাদের আর্জি, এক বছরের জন্য বা নতুন ২০০০ বাস গণ পরিবহন ব্যবস্থায় আসা পর্যন্ত মহিলা, টু হুইলারকে ছাড় দিয়েই জোড়-বিজোড় যান পরিবহণ নীতি চালু করতে দেওয়া হোক। নতুন পিটিশনে প্রতিবেশী রাজ্যগুলিকেও এই স্কিল চালু করতে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
নতুন পিটিশনে বলা হয়েছে, টু হুইলার ও মহিলাদের ছাড় দেওয়া না হলে তারা বিরাট সমস্যায় পড়বে। মহিলাদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।
জোড়-বিজোড় যান নীতি থেকে টু হুইলার, মহিলাদের ছাড় দিতে নারাজ এনজিটি, ফের আবেদন দিল্লি সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2017 08:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -