ভুবনেশ্বর: কেন্দ্র ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর এখন ব্যাঙ্কগুলিতে ভিড় উপচে পড়েছে। পুরানো নোট জমা দেওয়া এবং টাকা তোলার জন্য গ্রাহকরা ব্যাঙ্কে যাচ্ছেন। এরইমধ্যে জাল নোট জমা দিতে গিয়ে ওড়িশায় হাতেনাতে পাকড়াও হলেন এক যুবক। ভুবনেশ্বরের কাছে খুরদা শহরে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-এর একটি শাখায় কেন্দ্রা পাড়ার বাসিন্দা সুমিত কুমার টুডু প্রায় আড়াই লক্ষ টাকা জমা দেওয়ার চেষ্টা করছিলেন। খুরদার এসবিআই ইন-চার্জ দেব প্রসাদ কানহার বলেছেন, ওই যুবককের জমা দেওয়া টাকার বান্ডিলে প্রায় ৪৭ হাজার টাকার ১০০০ ও ৫০০ টাকার জাল নোট ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানায়।
ধৃত সুমিত নিজেকে এক ব্যাঙ্ক আধিকারিকের ছেলে বলে দাবি করেছেন। পুলিশের জেরায় তিনি বলেছেন, ওই টাকা তাঁর বাবার। বাবার অ্যাকাউন্টেই তিনি ওই টাকা জমা দিয়েছিলেন।
ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁরে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন খুরদার এসডিপিও হরিহর পানি।
জাল নোটে আড়াই লক্ষ টাকা জমা দিতে এসে গ্রেফতার ‘ব্যাঙ্ক অফিসারের ছেলে’
ABP Ananda, web desk
Updated at:
12 Nov 2016 08:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -