ভুবনেশ্বর: তিনমাস আগে 'চার পুলিশকর্মী'র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল ওড়িশ্যার কোরাপুট জেলার এক নাবালিকা। আচমকাই সেই নির্যাতিতা আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।
নবম শ্রেণীর ছাত্রী, ওই মেয়েটি গতকাল দুপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মেয়েটির পরিবার। মেয়েটিকে উদ্ধার করে অচেতন অবস্থায় স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানকারই চিকিত্সকরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে।
তবে ঠিক কী কারণে এই পথ বেছে নিল নির্যাতিতা? একথা বলতে গিয়ে মেয়েটির এক আত্মীয় জানান, তার ওপর হওয়া অত্যাচারের সুবিচার না পেয়ে হতাশ ছিল নাবালিকা। সেই হতাশা থেকেই এই চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল মেয়েটি। সে বার কটকের এক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সা করে তাকে সুস্থ করা হয়। গত বছর ১০ অক্টোবর বাড়ি ফেরার সময় মেয়েটিকে চার পুলিশকর্মী মিলে ধর্ষণ করে কোরাপুট জেলার কুণ্ডুলি এলাকায়।
প্রসঙ্গত, পরে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি বলে রিপোর্ট দেয় ওড়িশ্যা পুলিশ। আপাতত এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ওড়িশ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মেয়েটির আত্মহত্যার ঘটনায় বিরোধী কংগ্রেস শিবির সিবিআই তদন্তের দাবি তুলেছে।
ওড়িশ্যায় পুলিশই ধর্ষণ করেছে! অভিযোগ তোলা নাবালিকার আত্মহত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 03:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -