ভুবনেশ্বর: রাজ্যে পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এবার পুরীতে অতিথিনিবাস বানানোর জন্য অন্য রাজ্য সরকারগুলিকে জমি ও প্রয়োজনীয় পরিকাঠামো দেওয়ার সিদ্ধান্ত নিল ওডিশা সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওডিশা সরকারের আধিকারিকরা জানিয়েছেন।
ওডিশা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্র্যাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশনের সিএমডি সঞ্জয় সিংহ বলেছেন, ওডিশা সরকার ‘জগন্নাথ প্রোজেক্ট’ নামে একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে। এই প্রকল্পের আওতায় ৩৪ একর জমি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে অন্য রাজ্যগুলিকে। অতিথিনিবাস ছাড়াও এই জমিতে উদ্যান, বাজার, হাঁটার রাস্তা এবং সৌরবিদ্যুৎ চালিত রাস্তার আলো থাকবে।
সঞ্জয় আরও বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ওডিশা সফরে এসে পট্টনায়েকের সঙ্গে দেখা করে জমি দেওয়ার অনুরোধ জানান। আরও কয়েকটি রাজ্য অতিথিনিবাস গড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে ওডিশা সরকার।
প্রতি বছরই দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক পুরীতে যান। তাঁদের থাকার জন্য অসংখ্য হোটেল রয়েছে। তবে রাজ্য সরকারগুলির অতিথিনিবাস তৈরি হলে সেখানে সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে যাওয়া পর্যটকরা থাকতে পারবেন।
পুরীতে অতিথিনিবাস তৈরির জন্য অন্য রাজ্যগুলিকে জমি দেবে ওডিশা সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2016 07:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -