রাঁচি: রেশন দোকান শস্য দিতে অস্বীকার করায় অনাহারে এক মহিলার মৃত্যুর হয়েছে বলে অভিযোগ ওঠার পর সাফাই দিল ঝাড়খণ্ড প্রশাসন।
রাজ্যের পেশ করা তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, অনাহারে নয়, মহিলার মৃত্যু হয়েছে রোগে আক্রান্ত হয়ে। সরকারি রিপোর্টে এ-ও দাবি করা হয়েছে, ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,৩৭৫ টাকা ছিল।
তদন্ত রিপোর্ট অনুযায়ী, ওই বয়স্ক মহিলার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল। চিকিৎসকরা মহিলাকে পরীক্ষা করে জানিয়েছেন, তিনি প্যারেনকাইমাল হেমাটোমা বা ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমায় আক্রান্ত। এক্ষেত্রে, মস্তিষ্কের কোষের মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। গতকালই, মহিলার এই মেডিক্যাল রিপোর্ট ঝাড়খণ্ড প্রশাসনকে জমা দেন গিরিডির অতিরিক্ত জেলাশাসক। এদিন সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়।
প্রসঙ্গত, জেলার মঙ্গরগাড়ি গ্রামের বাসিন্দা সাবিত্রীদেবীর মৃত্যু নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, অনাহারে তিনি মারা গিয়েছেন। সোমবার মহিলার মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
অভিযোগ করা হয়, মহিলার রেশন কার্ড ২০১২ সালে বাতিল করে দেওয়া হয়েছিল। কার্ড না থাকায় তিনি রেশন তুলতে পারেননি। যার জেরে তিনদিন তিনি অনাহারে কাটানোর পর শনিবার মারা যান। এরপরই, তদন্তের নির্দেশ দেন রাজ্যের খাদ্য ও রেশন মন্ত্রী সরযূ রাই।
অনাহারে নয়, রোগে মারা যান ঝাড়খণ্ডের সেই মহিলা, দাবি সরকারি রিপোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jun 2018 10:32 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -