মুম্বই: ১০০ বছর আগে ৩০ নভেম্বর এক টাকার নোট চালু করেছিল তদানীন্তন ব্রিটিশ সরকার। এই নোট ছাপার পেছনে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ভূমিকা। যুদ্ধের কারণে রুপোর কয়েন চালাতে অসমর্থ হয়ে ঔপনিবেশিক সরকার কাগজের এক টাকার নোট ছাপে। ওই নোটে ছিল ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের ছবি।
রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে, ছাপার খরচ বেশি হওয়ায় ১৯২৬-এ এই নোট বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৪০ সালে ফের চালু হয় এক টাকার নোট। ১৯৯৪ পর্যন্ত এই নোট ছাপা হতে থাকে । এরপর ২০১৫-তে ফের এক টাকার নোট ছাপা শুরু করা হয়।
এই দীর্ঘ একশ বছরের যাত্রাপথে এক টাকার নোটের কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিতই থেকে গিয়েছে। অন্য নোটের মতো এই নোট রিজার্ভ ব্যাঙ্ক ছাপে না। এই নোট ছাপে কেন্দ্রীয় সরকার। এতে থাকে না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর। এই নোটে ছাপা থাকে অর্থ সচিবের স্বাক্ষর।
এই নোটই একমাত্র ‘মুদ্রা’ নোট, ‘প্রমিসরি’ নোট নয়।
মুম্বইয়ের দাদরের এক প্রবীণ সংগ্রাহক গিরিশ ভীরা জানিয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় রূপোর দাম খুব বেড়ে গিয়েছিল। সেজন্য ব্রিটিশ সরকার পূর্বেকার একটাকার রূপোর কয়েনের ছবি এক টাকার নোটে ছেপেছিল। তারপর থেকে প্রত্যেকটি এক টাকার নোটে এক টাকার কয়েনের ছবি ছাপা হয়। সম্ভবত এই জন্যই এক টাকাকে ওই সময় আইনি পরিভাষায় 'কয়েন'ই বলা হত।
ভীরা জানিয়েছেন, দুবার এই নোট বন্ধ হয়ে যায় এবং নকশার বদল হয়েছে তিনবার। প্রথম সবচেয়ে বড়সড় বদল হয় ১৯৪০-এ। তখন এর মাপ অর্ধেক হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৯-এ এই নোটের ব্রিটিশ চিহ্নর অবলুপ্তি ঘটানো হয়।