নয়াদিল্লি: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এরইমধ্যে বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির দু বছর আগের একটি ভিডিও বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওতে মীনাক্ষী লেখিকে তত্কালীন ইউপিএ সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতার করতে দেখা গিয়েছে।
গত লোকসভা নির্বাচনের আগে ইউপিএ সরকার ২০০৫-এর আগেকার নোট বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল। বিজেপি এই সিদ্ধান্তকে ভুল অ্যাখ্যা দিয়েছিল। বিজেপির মুখপাত্র মীনাক্ষী লেখি ইউপিএ সরকারের সিদ্ধান্তকে গিমিক আখ্যা দিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিদেশি ব্যাঙ্কগুলি জমে থাকা কালো টাকার ইস্যু থেকে নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল ট্যুইটারে বিজেপি নেত্রীর ওই ভিডিও রিট্যুইট করেছেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে মীনাক্ষী লেখিকে যে কথা বলতে শোনা গিয়েছে, সাম্প্রতিক নোট বাতিলের পর কংগ্রেসও সেই ধরনেরই কথা বলছে।





তত্কালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম ২০১৪-র জানুয়ারিতে কালো টাকায় রাশ টানতে ২০০৫-এর পূর্বেকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। লেখি ওই সিদ্ধান্তকে গরিব-স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যারা সুইস ব্যাঙ্কে টাকা জমিয়ে রেখেছেন তাঁদের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাবই পড়বে না। বরং দেশে যাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের ওপর এর প্রভাব পড়বে।
লেখি বলেছিলেন, যাঁদের হাতে কালো টাকা রয়েছে, তাঁরা পুরানো নোট বদলে ফেলবেন।কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে, যাঁদের কাছে ব্যাঙ্কিংয়ের কোনও সুবিধা নেই তাঁরা ভুক্তভোগী হবেন। তিনি আরও বলেছিলেন, যাঁরা সামান্য কিছু পয়সা জমিয়ে রেখেছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন।