অযোধ্যা: অযোধ্যায় রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক সংক্রান্ত মামলায় রায় এখনও সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে। এই বিতর্কের নিষ্পত্তি দেখে যেতে পারলেন না প্রাচীনতম মামলাকারী হাশিম আনসারি। ১৯৪৯ থেকে এই মামলার সঙ্গে জড়িত আনসারি আজ হৃদরোগে মারা গিয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। আজ ভোরে বাড়িতেই তিনি প্রয়াত হন বলে জানিয়েছেন তাঁর ছেলে ইকবাল।
অযোধ্যায় জন্ম আনসারির।তিনিই প্রথম ১৯৪৯ সালে ফৈজাবাদ দেওয়ানি বিচারকের কাছে অযোধ্যা সংক্রান্ত প্রথম মামলাটি দায়ের করেছিলেন। অযোধ্যা জমি বিতর্কে সুন্নি ওয়াকফ বোর্ডের ফৈজাবাদ নগর দেওয়ানি বিচারকের এজলাসে দায়ের করা মামলার ছয় মামলাকারীর অন্যতম ছিলেন আনসারি।
২০১০-এ এলাহাবাদ হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে বিতর্কিত জমির এক-তৃতীয়াংশ নির্মোহী আখড়াকে বরাদ্দ করা হয়। বাকি দুই-তৃতীয়াংশ ওয়াকফ বোর্ড ও রামলালার পক্ষে আবেদনকারীদের মধ্যে সমানভাবে বন্টনের করা হয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর আনসারি আদালতের বাইরে বিতর্ক নিষ্পত্তির উদ্যোগ নেন। আনসারি একটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আখরা পরিষদের প্রেসিডেন্ট মহন্ত জ্ঞান দাসের সঙ্গেও দেখা করেন। গত বছরের ফেব্রুয়ারিতে আনসারি জানিয়েছিলেন যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় তিনি সংখ্যালউ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করবেন।
আনসারির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র শরদ শর্মা বলেছেন, আনসারি জলে বুদবুদের মতো ছিলেন। তাঁর মনোভাব অন্যান্য মুসলিম মামলাকারী ও কট্টরপন্থীদের থেকে আলাদা ছিল। তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত কট্টরপন্থীদের। আনসারির মৃত্যতে শোক প্রকাশ করেছেন বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফরায়েব জিলানি।
অযোধ্যা বিতর্কের প্রাচীনতম মামলাকারীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2016 02:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -