নয়াদিল্লি: সংসদের সেন্ট্রাল হলে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপের মাধ্যমে তাঁরা জিএসটি চালু করেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, অন্যান্য মন্ত্রীরা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, রতন টাটা, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, শরদ পওয়াররা। সিপিএম এই অনুষ্ঠান বয়কট করলেও, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে হাজির। তিনি জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন। সেই কারণেই বিশেষ আমন্ত্রিত ছিলেন।

রাষ্ট্রপতি সংসদে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। এরপর প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সেন্ট্রাল হলে গিয়ে নির্দিষ্ট আসনে বসেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর ভাষণ দেন অর্থমন্ত্রী।তিনি বলেন, এক দেশ, এক কর, এক বাজার। সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, আমরা তখন জিএসটি-র পথে। দেশ ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অসীম দাশগুপ্তর থেকে জিএসটি-র প্রথম পাঠ পেয়েছি। এমপাওয়ারড কমিটির প্রধান অমিত মিত্র সহ সকলেই সাহায্য করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে।

অর্থমন্ত্রীর পর ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চলেছি। সকলের যৌথ প্রচেষ্টার ফল জিএসটি। কোনও একটি দল বা সরকারের কৃতিত্ব নয়।সংসদের সেন্ট্রাল হল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী।জিএসটি চালু করার জন্য এর চেয়ে পবিত্র জায়গা ছিল না। গীতায় ১৮টি অধ্যায় রয়েছে। জিএসটি কাউন্সিলেরও ১৮টি বৈঠক হয়েছে। জিএসটি নিয়ে আশঙ্কায় ছিল অনেক রাজ্য। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘ আলোচনা করেছে। তারই ফল স্বরূপ জিএসটি চালু হচ্ছে। এটা একসঙ্গে পথ চলার শক্তি দেবে। জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ। জিএসটি-তে গরিব মানুষের কথা ভাবা হয়েছে। লক্ষ্য দূরে হলেও, পৌঁছনো সম্ভব। এক দেশ, এক করের স্বপ্ন সফল। করের অব্যবস্থা থেকে মুক্তি পাচ্ছে দেশ। গঙ্গানগর থেকে ইটানগর এখন একটাই কর। কর ব্যবস্থায় আর ধোঁয়াশা রইল না। জিএসটির মাধ্যমে কালো টাকার মোকাবিলা করা যাবে। জিএসটি-র ফলে সৎ ব্যবসায়ীদের লাভ হবে। কারও উপর বাড়তি বোঝা চাপবে না। জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই। এই প্রক্রিয়া অত্যন্ত সরল। জিএসটি নিয়ে অপপ্রচার বন্ধ করুন। জিএসটি-র ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের লাভ হবে। জিএসটি গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স।

প্রধানমন্ত্রীর পর ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৪ বছরের যাত্রা আজ গন্তব্যে পৌঁছল।আমি জিএসটি-র এই যাত্রার সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম। আশা ছিল একদিন জিএসটি চালু হবেই। জিএসটি কাউন্সিল ভাল কাজ করেছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সর্বসম্মতিক্রমে জিএসটি চালু করেছে। রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর চালু হয় জিএসটি।