নয়াদিল্লি: সংবাদমাধ্যমের মতামত প্রকাশের অধিকার 'পূর্ণমাত্রা'য় দিতে হবে এবং 'কিছু ভুল খবরে'র জন্য মানহানি নিয়ে তার মুখ চেপে ধরা যেতে পারে না। একটি মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
একটি সংবাদমাধ্যম ও এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগ পটনা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের একটি আর্জি গ্রহণে অসম্মতির কথা জানিয়ে এই মন্তব্য করে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতত্বাধীন বেঞ্চ। বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত প্রধান বিচারতির নেতৃত্বাধীন ওই বেঞ্চ আরও বলে, গণতন্ত্রে সহিষ্ণুতা শিখতে হবে।
শীর্ষ আদালত বলেছে, কোনও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত খবরে কিছু ত্রুটি বা অত্যুত্সাহ থাকতে পারে। কিন্তু সংবাদমাধ্যমের মতামত প্রকাশের অধিকার পূর্ণমাত্রায় দিতে হবে। খবর পরিবেশনের ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে। কিন্তু তা বলে মানহানির জন্য সংবাদমাধ্যমের মুখ চেপে ধরা যায় না।
মানহানি নিয়ে শাস্তিবিধির বৈধতা বহাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের রায়ের বিষয়টি উল্লেখ করে বেঞ্চ বলেছে, এক্ষেত্রে বিষয়বস্তুর সারবত্তা থাকতে। কিন্তু তা বলে একটি দুর্নীতির ঘটনায় ভুল সংবাদ পরিবেশন মানহানির অপরাধ হতে পারে না।
এক মহিলা পটনা হাইকোর্টে একটি ভুল সংবাদের অভিযোগ নিয়ে একটি চ্যানেল ও সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। ২০১০-এ বিহার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট অথরিটি কর্তৃক বিহিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জমি বন্টন নিয়ে প্রচারিত ওই খবরে তাঁর ও তাঁর পরিবারের মানহানি হয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা। হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়।
গণতন্ত্রে সহিষ্ণুতা শিখতে হবে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির আর্জি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের
ABP Ananda, web desk
Updated at:
09 Jan 2018 06:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -