নয়াদিল্লি: গত বছর ভারতে ম্যালেরিয়ায় আক্রান্তদের মধ্যে মাত্র ৮ শতাংশের রোগ-নির্ণয় করা হয়েছে। এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।


হু-এর ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট ২০১৭ অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বে মোট ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যার ৮০ শতাংশ ১৫টি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর সেই তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত।


রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এদেশে ম্যালেরিয়া নজরদারির পরিকাঠামো অত্যন্ত দুর্বল। কারণ, গত বছর মাত্র ৮ শতাংশ মামলা নথিভুক্ত করা হয়েছে।


হু বলেছে, ভারত ও নাইজিরিয়াতে ম্যালেরিয়া নজরদাবি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। অথচ, এই দুই দেশ থেকেই সর্বাধিক সংখ্যক ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।


হু-এর রিপোর্ট বলছে, গত বছর বিশ্বব্যাপী মোট ২১.৬ কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এরমধ্যে ৮ ও ১৬ শতাংশ যথাক্রমে ভারত ও নাইজিরিয়াতে আক্রান্ত। তবে, এগুলি চিহ্নিত হওয়া মামলাগুলির মধ্যে।


তবে, নজরদারির অভাবে সঠিক পরিসংখ্যান সরকারিভাবে তুলে ধরা সম্ভব হয়নি। হু-এর প্রকাশিত তালিকায় শীর্ষস্থান দখল করেছে নাইজিরিয়া(২৭ শতাংশ)। দ্বিতীয় রিপাবলিক অফ কঙ্গো (১০ শতাংশ)। তারপরই রয়েছে ভারত।


হু-এর রিপোর্ট অনুযায়ী, গতবছর, ভারতে ৩৩১ জন ম্যালেরিয়ায় মারা গিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যে যা সর্বাধিক। আবার, ভারতের মধ্যে ওড়িশায় সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়ায় মারা গিয়েছেন।


অন্যদিকে সারা বিশ্বে ২০১৬ সালে ৪.৪৫ লক্ষ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।