অমৃতসর: পঞ্জাবের অমৃতসরে অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তিতে স্বর্ণমন্দিরে উঠল খালিস্তানপন্থী স্লোগান। স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টারের ৩৩ তম বার্ষিকী সভায় উপস্থিত লোকজনের একাংশ ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন।
অনুষ্ঠানের সময় অকাল তখতের জাঠেদার জ্ঞানী গুরবচন সিংহ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ শুরু করতেই উপস্থিত লোকজনের একাংশ স্লোগান দিতে শুরু করেন।  তাঁরা শিরোমণি অকালি দল অমৃতসর (এসএডি-এ)-এর  সভাপতি সিমরনজিত্ সিংহ মানের সমর্থক বলে জানা গিয়েছে।
জানা গেছে, কিছুদিন আগেই শিরোমণি অকাল দল ঘোষণা করেছিল যে, তারা গুরবচনকে জাঠেদার মানে না। এ জন্যই এদিন গুরবচনের ভাষণের বিরোধিতা করা হয়।
স্বর্ণ মন্দিরে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা বন্দোবস্ত করা হয়। চরমপন্থী শিখ সংগঠন দল খালসার এদিন অমৃতসর বনধেরও ডাক দেয়।
এর আগেও অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। ২০১৫-তে স্বর্ণ মন্দিরের ভেতরে সংঘর্ষে চার শিখ তরুণ জখম হয়েছিলেন। কয়েকজন খালিস্তান-পন্থী স্লোগানও দিয়েছিলেন।
গত বছরও স্বর্ণ মন্দিরের অকাল তখত চত্বরে খালিস্তান-পন্থী স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, ১৯৮৪-তে স্বর্ণমন্দিরে থাকা সশস্ত্র সন্ত্রাসবাদীদের বের করে আনতে অপারেশন ব্লু স্টার নামে অভিযান চালিয়েছিল সেনা।