নয়াদিল্লি: পঞ্জাবে আগামী বিধানসভা নির্বাচনে ধাক্কা খেতে পারে শাসক বিজেপি-শিরোমণি অকালি দল (এসএডি) জোট। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকতে পারে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। ইন্ডিয়া-টুডে-অ্যাক্সিস জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ৪৯ থেকে ৫৫ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে পারে কংগ্রেস। যদিও ১১৭ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারে কংগ্রেস এককভাবে পৌঁছতে পারবে না বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে।
আম আদমি পার্টি ৪২ থেকে ৪৬ আসন জিতে দ্বিতীয় স্থানে থাকতে পারে। বিজেপি-শিরোমণি অকালি দলের জোটের ঝুলিতে যেতে পারে ১৭ থেকে ২১ টি আসন।
সমীক্ষা অনুযায়ী, ভোটের শতকরা হারে কংগ্রেস ৩৩ শতাংশ, আপ ৩০ শতাংশ এবং বিজেপি-শিরোমণি অকালি দল ১৫ শতাংশ ভোট পাবে।
সমীক্ষায় মতামতপ্রদানকারীদের ৭৬ শতাংশই জানিয়েছেন, রাজ্যের প্রধান সমস্যা মাদকের বাড়বাড়ন্ত। ৮০ শতাংশই এই সমস্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য রাজনৈতিক নেতাদেরই দায়ী করেছেন।
রাজ্যের ১১৭ টি কেন্দ্রের ৬,৫২২ জন ভোটারের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল।
পঞ্জাবের ভোটে ধাক্কা খেতে পারে বিজেপি-এসএডি, একক বৃহত্তম দল হতে পারে কংগ্রেস, ইঙ্গিত জনমত সমীক্ষায়
ABP Ananda, web desk
Updated at:
14 Oct 2016 12:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -