নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনওভাবেই হস্তক্ষেপ নয়। আন্তঃরাজ্য পরিষদের পর এবার সর্বদল বৈঠকেও একযোগে এই দাবি করলেন বিরোধীরা।


সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ দুপুরে এদিন দিল্লিতে কেন্দ্রীয় সরকার ও লোকসভার স্পিকারের ডাকে সর্বদল বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সেই বৈঠকেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয় তৃণমূল। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনার দাবি করে তারা। একই দাবিতে সরব হয় সিপিএমও। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছে তৃণমূল ও বামেরা। এর পাশাপাশি, ঋণমকুব, নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে আলোচনার দাবি করে তৃণমূল। ইতিমধ্যেই কাশ্মীর ইস্যুতে আলোচনা চেয়েছে সিপিএম।

আবার কংগ্রেসও বুঝিয়ে দিয়েছে, সংসদে তারা উত্তরাখণ্ড এবং অরুণাচল ইস্যু নিয়ে ঝড় তুলবে। এদিন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানান, কোনও রাজ্যই এখন আর কেন্দ্রকে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, বিরোধী-শাসিত রাজ্যগুলিতে অস্থিরতা তৈরি করতে সব ধরনের ‘ছল’ ব্যবহার করছে মোদী সরকার।

অন্যদিকে, আসন্ন অধিবেশনেই জিএসটি বিল পাস করাতে মরিয়া সরকার। জিএসটিতে বিরোধীদের, বিশেষ করে রাজ্যসভায় কংগ্রেসের সম্মতি পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারাও। কেন্দ্রের দাবি, গুরুত্ব অনুযায়ী বিল পাসে সমর্থনে রাজি কংগ্রেস।