ডাভোস: প্রদীপের নিচে অন্ধকার। আর্থিক উন্নতির ঢক্কানিনাদের মধ্যে শাইনিং ইন্ডিয়ার বিবর্ণ ছবি। ভারতে আর্থিক বৈষম্যের চিত্র উঠে এল নতুন একটি সমীক্ষায়। সেখানে দেখা গিয়েছে, ভারতের সবচেয়ে ধনী ৮ জনের হাতেই রয়েছে দেশের মোট সম্পদের ৫৮ শতাংশ। তাঁদের মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি ও দিলীপ সাংভির মতো শিল্পপতিরা।আন্তর্জাতিক স্তরে এই হার ৫০ শতাংশ। অর্থাত্ ভারতে এই হার আন্তর্জাতিক স্তরের থেকেও বেশি। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ)-এর বার্ষিক বৈঠকের আগে এই সমীক্ষা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অক্সফ্যাম। সমীক্ষা অনুসারে, ভারতের ৫৭ জন বিলিওনেয়ারের কাছে যে সম্পদ (২১৬শ কোটি ডলার) রয়েছে সেই পরিমাণ সম্পদ রয়েছে দেশের ৭০ শতাংশের হাতে।
সমীক্ষা অনুসারে ভারতের ৮৪ জন বিলিওনেয়ারের হাতে রয়েছে মোট ২৪৮শ কোটি ডলার সম্পদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি (১৯.৩শ কোটি ডলার), সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংভি (১৬.৭ শ কোটি ডলার) এবং আজিম প্রেমজি (১৫ শ কোটি ডলার। ভারতের মোট সম্পদের পরিমাণ ৩.১ ট্রিলিয়ন ডলার।
বিশ্বে এ বছর মোট সম্পদের পরিমাণ ২৫৫.৭ ট্রিলিয়ন ডলার।এরমধ্যে ৬.৫ ট্রিলিয়ন ডলার রয়েছে বিল গেটস, অ্যামানসিও ওর্তেগা ও ওয়ারেন বাফেটের মতো ধনাঢ্যদের হাতে।
বিশ্বে মাত্র আটজন ধনীর হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমাণ রয়েছে বিশ্বের জনসংখ্যার দরিদ্রতম ৫০ শতাংশের হাতে।
‘৯৯ শতাংশের জন্য একটি অর্থনীতি’ শীর্ষক ওই রিপোর্টে অক্সফ্যাম বলেছে, সকলের সম্বৃদ্ধি এবং মুষ্টিমেয় মানুষ লাভবান হবেন না, এমনটা সুনিশ্চিত করতে একটা মানবিক অর্থনীতি গড়ে তোলার সময় হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৫-তে বিশ্বের ১ শতাংশ ধনীতমর হাতে বাকি মানুষদের তুলনায় বেশি সম্পদ। আগামী ২০ বছরে ৫০০ জন ২.১ ট্রিলিয়ন ডলার সম্পদ তাঁদের উত্তরাধিকারীদের হাতে দিয়ে যাবেন। একশ ত্রিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র থেকেও যা অনেকটাই বেশি।
দেশের মোট সম্পদের ৫৮ শতাংশই আট ধনীর হাতে!
ABP Ananda, web desk
Updated at:
17 Jan 2017 04:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -