নয়াদিল্লি: ১৯৭৫-এর জরুরি অবস্থা ভুল ছিল বলে মন করেন পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী, কংগ্রেসের এই প্রথম সারির নেতা বলেছেন, যে সময়ে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী জরুরি অবস্থা জারি করেন, তখন সত্যিই ভয়াবহ বিপদ ছিল আইনশৃঙ্খলার সামনে। কিন্তু তার মোকাবিলায় জরুরি অবস্থা ছিল ভুল দাওয়াই।


তবে তখন কোনও ব্যবস্থা না নেওয়া হলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে জানিয়েছেন চিদম্বরম।

'ইন্দিরা: ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার' নামে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, ইন্দিরা কি নিজের কর্তৃত্ব ধরে রাখতেই জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিলেন নাকি দেশের নিরাপত্তা সত্যিই বিপন্ন হতে বসেছিল।

চিদম্বরমের জবাব, সত্যিকারের বিপদই ছিল। কিন্তু মোকাবিলার রাস্তাটি ছিল ভুল। বলতে পারি, জরুরি অবস্থা ভুল পদক্ষেপ ছিল। হয়তো ইন্দিরা নিজে নিরাপদ থাকলে আরও ভাল কোনও রাস্তা খুঁজে পেতেন। তাঁকে বোঝানো হয়েছিল, পরিস্থিতি সামলানোর রাস্তা এটাই, কয়েক মাস বাদেই তা তুলেও নেওয়া যাবে। সেইসঙ্গে বলেন, জরুরি অবস্থা বোতল থেকে বেরনো দানব প্রমাণিত হল। বিশেষত উত্তর ভারতে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল পুরোপুরি।

চিদম্বরম এও বলেন, শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের বর্তমান সঙ্কটের সঙ্গে জরুরি অবস্থা পরবর্তী পরিস্থিতির তুলনাই চলে না। তখন পার্টি সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছিল।

পাশাপাশি তিনি কংগ্রেসের এখনকার বেহাল দশার জন্য সাংগঠনিক দুর্বলতাকেও দুষেছেন। নাম না করে মনমোহন সিংহের জমানার দিকে আঙুল তুলে বলেছেন, দশ বছর ক্ষমতায় থাকাকালে সংগঠনকে অবহেলা করা হয়েছে। প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস সভাপতিরা সকলেই পার্টি মেশিনারির দিকে নজর দেননি।

পাশাপাশি তিনি মোহন ভাগবতের নেতৃত্বাধীন আরএসএস-কে 'সমীহ করার মতো রাজনৈতিক সংগঠন' বলে উল্লেখ করেন।