নয়াদিল্লি: ইউপিএ জমানায় নিয়মের বাইরে গিয়ে একটি সংস্থাকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্তে নেমে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এ ব্যাপারে চিদম্বরম আজ বলেছেন, তাঁর পরিবারের কেউই কেন্দ্রীয় সরকারের ছয় সচিবকে (যাঁরা অধুনা নিষ্ক্রিয় বিদেশি লগ্নি প্রোমোশন বোর্ড বা এফআইপিবি-র সদস্য) কোনওভাবেই প্রভাবিত করেননি। তাঁর পরিবারের বিরুদ্ধে এ নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ‘ভ্রান্ত’ বলেও দাবি চিদম্বরমের।
তাঁর ছেলে কার্তি এফআইপিবি-র ওপর প্রভাব বিস্তার করেছিলেন বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে কংগ্রেস নেতা চিদম্বরম বলেছেন, এই অভিযোগ সরকারের সচিবদের ওপর ‘জঘন্য কলঙ্ক’ আরোপ ছাড়া অন্য কিছু নয়।
উল্লেখ্য, প্রত্যক্ষ বিদেশী লগ্নির ব্যাপারে এফআইপিবি-র ছাড়পত্রের প্রয়োজন ছিল।
চিদম্বরম বলেছেন, এফআইপিবি-র কোনও একজন আধিকারিক এককভাবে কোনও সিদ্ধান্ত নিতেন না। যে কোনও প্রস্তাবের ব্যাপারে যৌথ সিদ্ধান্ত নেওয়া হত।
চিদম্বরমের দাবি, তাঁর সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সাহস কারুর ছিল না। তাঁর পরিবারের সদস্যদের কাউকে মন্ত্রকের কাজে নাক গলাতে তিনি দিতেন না।
উল্লেখ্য, সিবিআই কয়েকদিন আগে কার্তি ও একটি মিডিয়া সংস্থার প্রতিষ্ঠাতা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র,প্রতারণা, সরকারি কর্মীদের ওপর তৈরির মতো ধারায় মামলা রুজু করেছে।
তাঁর পরিবারের কেউই এফআইপিবি-কে প্রভাবিত করেনি, ছেলের পাশে দাঁড়িয়ে বললেন চিদম্বরম
ABP Ananda, web desk
Updated at:
29 May 2017 08:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -