নয়াদিল্লি: কাশ্মীরি যুবককে জিপের সামনে বেঁধে মানবঢাল করা সেনা অফিসার লিতুল গগৈকে পদ্মভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বেশ কয়েকজন জওয়ানের প্রাণ বাঁচিয়েছেন মেজর গগৈ। এটা একটা কৌশল ছিল। আমার মনে হয়, তাঁকে পদ্মভূষণ দেওয়া উচিত।’

সম্প্রতি বিজেপি সাংসদ পরেশ রাওয়াল ট্যুইট করে বলেছেন, পাথর ছোঁড়া যুবকদের বদলে লেখিকা অরুন্ধতী রায়কে জিপের সামনে বাঁধা উচিত। তাঁর এই মন্তব্যকে সমর্থন না করলেও গড়করির দাবি, অনেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন। মোদী সরকার উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের জন্য অনেক কাজ করছে। গত ৫০ বছরে কোনও সরকার এত কাজ করেনি।

গত ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিন এক যুবককে জিপের সামনে বেঁধে নিয়ে যান ৫৩ রাষ্ট্রীয় রাইফেলের জওয়ান গগৈ। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক তুঙ্গে ওঠে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে সেনাবাহিনী। এরই মধ্যে গগৈকে পুরস্কৃত করা হয়েছে। অনেকেই সেনাবাহিনীর এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তবে গড়করি এই মেজরের পাশে দাঁড়িয়েছেন।