নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস এবার পালন করা হচ্ছে নতুনভাবে। ভারতের সঙ্গে ১০টি আসিয়ানভুক্ত দেশের সম্পর্কের ২৫ বছর উপলক্ষ্যে এই ১০ রাষ্ট্রকে পদ্মশ্রী দিল নরেন্দ্র মোদী সরকার।


প্রতিটি রাষ্ট্রের তরফে পুরস্কার নিয়েছেন তাদের একজন করে বিশিষ্ট নাগরিক। ব্রুনেই দারাস্সালামের হয়ে পদ্মশ্রী পেয়েছেন মালাই হাজি আবদুল্লা বিন মালাই হাজি ওটমান। হাজি আবদুল্লা অটিজমের মোকাবিলা সংক্রান্ত একটি সংগঠনের প্রতিষ্ঠাতা, চিকিৎসা ক্ষেত্রে এই সম্মান পেয়েছেন তিনি।

কাম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হান সেনের ছেলে হান মেনি জনসেবা সংক্রান্ত বিষয়ে পেয়েছেন পদ্মশ্রী। তিনি কাম্বোডিয়ার কনিষ্ঠতম পার্লামেন্ট সদস্য।

ইন্দোনেশীয় স্থপতি ও নিউ আর্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা আই নিয়োম্যান নুয়ার্তাকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। বালি দ্বীপে ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত একটি গরুড় স্থাপত্য সৃষ্টি করেছেন তিনি।

পদ্মশ্রী পেয়েছেন লাওসের ভাট ফোউ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডেপুটি ডিরেক্টর বুনলাপ কেওকাংনা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সহায়তায় তিনি লাওসের ভদ্রশ্বরের বিখ্যাত শিব মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেছেন তিনি।

দীর্ঘ ৪০ বছরের নর্তকী জীবনকে সম্মান জানিয়ে মালয়েশিয়ার ধ্রুপদী ওড়িশি নৃত্যশিল্পী দাতুক রামলি বিন ইব্রাহিমকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে। ২০১১-য় সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও পান তিনি।

অন্যান্য প্রাপকরা হলেন মায়ানমারের লেখক-সাহিত্যিক থান্ত মাইন্ট, ফিলিপিনসের এক কোম্পানির সিইও-প্রেসিডেন্ট জোসে মা জোয়ে কনসেপসন ৩, সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রদূত টমি কোহ, তাইল্যান্ডের সুপ্রিম প্যাট্রিয়ার্ক সোমদেত ফ্রা আরিয়া ওংসা খোট্টায়ম ও ন্যাশনাল ভিয়েতনাম বুদ্ধিস্ট সঙ্ঘের সাধারণ সম্পাদক গুয়েন তিয়েন থিয়েন।