নয়াদিল্লি: 'পদ্মাবত' নিয়ে বিজেপিকে আক্রমণ করে ট্যুইট রাহুল গাঁধীর। বিজেপি শাসিত চারটি রাজ্যে ছবিটি দেখানো হচ্ছে না মাল্টিপ্লেক্সে। যেখানে যেখানে ছবিটি মুক্তি পেয়েছে আজ, সেখানেও হিংসাত্মক বিক্ষোভ চলছে। রাস্তায় নেমেছে 'পদ্মাবত' বিরোধীরা। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবিটিতে ইতিহাসের বিকৃতি ঘটানোর অভিযোগে ক্ষিপ্ত, অশান্ত হয়ে ওঠা রাজপুত করনি সেনা নামে সংগঠনের প্রবল বিরোধিতার মধ্যেই স্কুলবাসের ওপর পাথর ছুঁড়েছে বিক্ষোভকারীরা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি বলেছেন, শিশুদের ওপর হামলার এমন বড় অজুহাত বোধহয় আর হবে না। হিংসা ও ঘৃণা দুর্বল, কাপুরুষের অস্ত্র। বিজেপি হিংসা, ঘৃণাকে ব্যবহার করছে, যা আমাদের সারা দেশে আগুন লাগাচ্ছে।



গতকাল গুরুগ্রামে শিশু পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি স্কুলবাসে ইট-পাথর ছোঁড়ে একদল বিক্ষোভকারী। বাসের জানালার কাঁচ ভাঙলেও সৌভাগ্যবশতঃ আঘাত পায়নি কোনও পড়ুয়া।
এক স্কুলকর্মী জানান, বাসটি স্কুল থেকে বেরতেই হামলা হয়। পুলিশও ওদের সামলাতে পারেনি। বাচ্চারা কোনওমতে বাসের আসনের আড়ালে থেকে নিজেদের বাঁচায়।