এ ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি বলেছেন, শিশুদের ওপর হামলার এমন বড় অজুহাত বোধহয় আর হবে না। হিংসা ও ঘৃণা দুর্বল, কাপুরুষের অস্ত্র। বিজেপি হিংসা, ঘৃণাকে ব্যবহার করছে, যা আমাদের সারা দেশে আগুন লাগাচ্ছে।
গতকাল গুরুগ্রামে শিশু পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি স্কুলবাসে ইট-পাথর ছোঁড়ে একদল বিক্ষোভকারী। বাসের জানালার কাঁচ ভাঙলেও সৌভাগ্যবশতঃ আঘাত পায়নি কোনও পড়ুয়া।
এক স্কুলকর্মী জানান, বাসটি স্কুল থেকে বেরতেই হামলা হয়। পুলিশও ওদের সামলাতে পারেনি। বাচ্চারা কোনওমতে বাসের আসনের আড়ালে থেকে নিজেদের বাঁচায়।